এক্সক্লুসিভ ডেস্ক: শিরোনাম দেখে অনেকেই হয়তো চমকে গেছেন। সত্যিই তো চমকে যাওয়ার মতোই ঘটনা। আচ্ছা আপনিও তো জিন্স প্যান্ট পরেছেন, কিন্তু কখনো কি এই ছোট্ট পকেটটির কথা ভেবেছেন?
পকেটের মাঝে আরেকটি পকেট। ছোট্ট এই পকেটটার আদৌ কী কোন কাজ রয়েছে? নাকি শুধুই ফ্যাশান?
কিছু লোক হয়তো এতে খুচরা পয়সা বা ছোটখাটো জিনিস রাখেন। কিন্তু বেশির ভাগ মানুষই এই পকেট ব্যবহারই করেন না। কারণ পকেটটা এতই ছোট যে কোনও কিছু রাখা সম্ভব নয়।
তা হলে এর রহস্যটাই বা কী? সম্প্রতি এ নিয়ে ভারতে জনপ্রিয় দৈনিক আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
মূলত এক বস্ত্র বিশেষজ্ঞ এই পকেটের রহস্যের কথা জানিয়েছেন। আঠারোশ শতকে কাউবয়রা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। ঘড়ি রাখতেন তাঁদের ওয়েস্টকোটে। কিন্তু সে ক্ষেত্রে বেশির ভাগ সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকত। ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। এখন অবশ্য সেই ঘড়ির চলও নেই। তবে ঐতিহ্য বজায় রেখে এখনও প্যান্টে ছোট্ট পকেটটি রাখা হয়। যা আজ শুধুই ফ্যাশান।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম