এক্সক্লুসিভ ডেস্ক : পড়া লেখার খরচ যোগানোর জন্যই চা বিক্রেতা হয়েছিলো ২৮ বছরের যুবক সোমনাথ গিরাম। সম্প্রতি সে চ্যাটার্ড অ্যাকাউনটেন্সি পরীক্ষা পাস করেন।
এদিকে সদ্য এই সি.এ পাস চা বিক্রেতাকে ভারতের মহারাষ্ট্র সরকারের ‘আর্ন অ্যান্ড লার্ন’ স্কিমের দূত বানিয়েছে।
জানা যায়, সোমনাথ গিরাম সোলহাপুর জেলার এক ছোট গ্রাম থেকে এসে সদাশিব পিঠে চা বিক্রি করতেন। গত সপ্তাহেই তিনি অন্যতম কঠিন পরীক্ষা সি.এ পাস করেন।
সোমনাথের এই সাফল্য প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বিনোদ তাওদে মন্তব্য করেন, বর্তমানে চা বিক্রেতাদের জীবনে ‘আচ্ছে দিনে’র হাওয়া চলছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অতীতে চা বিক্রেতা ছিলেন। এখন সোমনাথ পাস করলেন সিএ। জীবনে কঠিনতম পরিস্থিতি থেকে এসেও যে চলার পথে সাফল্য অর্জন করা যায়, তার বড় উদাহরণ হলেন এই সোমনাথ। তাই অন্য ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিতে সোমনাথকে মহারাষ্ট্র সরকারের ‘আর্ন অ্যান্ড লার্ন’ স্কিমের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই স্কিমের দূত হতে পেরে খুশি সোমনাথ জানিয়েছেন, তিনি গরীব ছাত্র-ছাত্রী যাঁদের পড়াশোনায় আগ্রহ আছে, তাদের পাশে দাঁড়াতে চান।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন