সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৫:০৬:১৪

প্রেমে প্রতারিত হচ্ছেন, বুঝবেন কীভাবে?

প্রেমে প্রতারিত হচ্ছেন, বুঝবেন কীভাবে?

এক্সক্লুসিভ ডেস্ক : অনেকেই প্রেম করছেন। প্রতারিত হচ্ছেন, এমন সংখ্যাও কম নয়। কিন্তু প্রতারিত যে হচ্ছেন বা হবেন, তা আগের থেকে ঠিক ঠাক বুঝে উঠতে পারেন না অনেকেই।

অধিকাংশ ক্ষেত্রে প্রেমে প্রতারণার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। কিন্তু সঙ্গী বা সঙ্গিনী ঠকাচ্ছেন, তা কী করে বুঝবেন। রইল এফবিআই-এর এক প্রাক্তন গোয়েন্দার টিপ‌স।

ঠিক কী দেখে আন্দাজ করবেন যে, প্রেমে আপনি প্রতারিত হচ্ছেন? এফবিআই-এর প্রাক্তন গোয়েন্দা মার্ক বোটন বলছেন, সঙ্গী বা সঙ্গিনীর কয়েকটি হাবভাবের দিকে নজর রাখতে। জেনে নিন, তিনি কী বলছেন...

১। বোটন বলছেন, মিথ্যা বলার সময়ে মানুষের শরীরে রাসায়নিক বিক্রিয়া হয়। তাতে সাধারণত মুখ চুলকোতে দেখা যায়। খেয়াল রাখুন, কথা বলার সময়ে আপনার সঙ্গী বা সঙ্গিনী আঙুল দিয়ে গাল, নাক ঘষছেন কি না।

২। মুখ সাধারণত শুকিয়ে যায়। এটি দৃশ্যতই ধরা পড়ে।

৩। মিথ্যা বলার সময়ে গলায় বাড়তি মিউকাস বা কফ আসে। ফলে কাশি বা গলা ঝাড়ার মতো ‘উপসর্গ’ দেখা দেবে।

৪। ঠোঁট কামড়ানো হল আরও একটি লক্ষণ।

৫। চোখ থাকবে অস্থির। কথা বলার সময়ে এদিক-ওদিক তাকানোর প্রবণতা দেখা যাবে।

৬। শেষ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা। খেয়াল রাখুন ক’বার পলক পড়ছে। সাধারণত প্রতি ১০-১২ সেকেন্ডে একবার পলক পড়ে। মিথ্যা বললে পলক পড়বে খুব দ্রুত।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে