এক্সক্লুসিভ ডেস্ক: আচ্ছা এমনটা কি কখনও হয়, যেখানে শুধু জমজ বাচ্চারই জন্ম হয়? কথাগুলো বিশ্ময়কর মনে হলেও ‘কোধিনি’ নামের এই গ্রামে অধিকাংশ মানুষই জমজ। যেদিকেই তাকানো যায় সেদিকেই চোখে পড়বে জোড়ায় জোড়ায় একই রকম মানুষ। বিশ্ময়কর এই গ্রামটি ভারতের কেরালার মালাপ্পুরম জেলায় অবস্থিত।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এই গ্রামের মোট ২ হাজার বাসিন্দার মধ্যে ২২০ জোড়া যমজের বাস। যেখানে সমগ্র বিশ্বে গড়ে এক হাজার যমজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কোধিনিতেই যমজের হার ৪২ শতাংশ।
গ্রামটি তিন দিক দিয়ে পানিবেষ্টিত এবং সবুজে ঘেরা। এখানকার বেশিরভাগ বাসিন্দা মুসলমান। বিশ্বের বেশিরভাগ দেশ থেকে ভারতে যমজ জন্মানোর রেকর্ড কম, কিন্তু এই কোধিনি বাকি সব অঞ্চলকে ছাপিয়ে গেছে। কোধিনি গ্রামে সব ধরনের যমজ দেখতে পাওয়া যায়। সাধারণ যমজ বা নন-আইডেনটিক্যাল টুইন এবং হুবহু একই রকম দেখতে
আইডেটিক্যাল টুইন। আবার দুইটি যমজ ভাই বোনের দেখাও পাওয়া যায় এখানে। কিন্তু এই গ্রামে যমজের সংখ্যা এত বেশি কেন? তা নিয়ে স্থানীয়দের ধারণা অনেকটা এ রকম যে, ১৯৪৯ সালে এখানে প্রথম যমজ শিশু জন্মগ্রহণ করেছে। এরপর থেকে প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা। কারও কারও মতে এ গ্রামের পরিবেশ এবং জিনগত কারণে এই ঘটনা ঘটেছে।