সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৯:২৪:৩৭

যে বয়সে জীবনসঙ্গী খুঁজে পান তরুণ-তরুণীরা

যে বয়সে জীবনসঙ্গী খুঁজে পান তরুণ-তরুণীরা

এক্সক্লুসিভ ডেস্ক : জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিষয়ে গবেষকরা বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে থাকেন।  এবার নতুন এক ব্রিটিশ জরিপে বলা হয়েছে, অধিকাংশ তরুণ ২৭ বছর বয়সে তার জীবনসঙ্গিনী খুঁজে পান।

গবেষণাটি পরিচালনা করে ডেটিং ওয়েবসাইট ম্যাচ ডটকমের সংশ্লিষ্টরা।  তবে নারীদের ক্ষেত্রে বয়সটা আরেকটু কমের কথা বলা হয়েছে।  তরুণীরা ২৫ বছর বয়সে তাদের জীবনসঙ্গীর দেখা পান।

২ হাজার নারী-পুরুষকে নিয়ে গবেষণা করা হয়।  ব্রিটিশ গবেষণায় বলা হয়, সম্পর্কের শুরুটা একই ধাঁচের হয়ে থাকে।  একে অপরকে ভালো করে জেনে নেয়ার সময় ৫ মাস।  এরপর এক মাসের মধ্যেই প্রথম বিতর্কের সম্মুখীন হন তারা।
   
সাধারণত প্রথম দুই বছর চুটিয়ে প্রেম করেন তরুণ-তরুণীরা।  সম্পর্ক টিকে গেলে দুই বছর পরই তারা ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকেন।  এ বিয়ে দাম্পত্য জীবনে সুখের হলে তিন-চার বছর পরই তাদের সংসারে সন্তান চলে আসে।

ম্যাচ ডটকমের সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ কেট টেইলর বলেন, সম্পর্ক আসলে তার নিজস্ব ধারায় এগোতে থাকে।  তারা নিজের জীবনের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে শেয়ার করতে থাকেন।  নিজের জীবনের ঘটনা আদান-প্রদানের মাধ্যমে একে অপর সম্পর্কে ধারণা নেন।  
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে