এক্সক্লুসিভ ডেস্ক : অলৌকিক শিশু জন্ম নেয়ায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন চিকিৎসকরা। শিশুটির দুটি চোখ যেন বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসছিল। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায়। বিস্ময়কর শিশুটি জন্ম নেয়ার পর ৪৮ ঘণ্টা বেঁচে ছিল।
ওই শিশুটি জন্মেছিল অর্ধেক মাথা নিয়ে। শিশুটি একটি কন্যাশিশু। মাথার অর্ধেকটা নিয়ে জন্ম নেয়ায় শিশুটির দুটি চোখ যেন বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসছিল। মাথার সঙ্গে চোখের যেন কোনো সম্পর্কই নেই।
গত মঙ্গলবার সবিতা রানি (৩২) নামের এক মায়ের গর্ভে জন্ম নেয় শিশুটি। তার জন্ম ছিল স্বাভাবিক প্রক্রিয়ায়। কোনো অপারেশন করতে হয়নি। জন্মের পর চিকিৎসকরা বলেন, এটি একটি ‘অলৌকিক শিশু’।
এ খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক উৎসুক মানুষ সমবেত হয় সাই নার্সিং হোম ক্লিনিকে। তারা শিশুটিকে একনজর দেখতে চায়। ওই ক্লিনিকের গাইনির ডাক্তার কুসুমলতা (৩০) বলেন, গর্ভকালীন কোনো মা যদি অনিয়মিত খাবার গ্রহণ করেন এবং যথাযথ নয় এমন কিছু আচরণ চর্চা করেন তাহলে এ ধরনের জটিলতা হতে পারে।
তিনি বলেন, এ জন্যই গর্ভকালীন একজন মাকে নিয়মিত চেকআপের কথা বলে থাকি আমরা। এর উদ্দেশ্য যাতে এমন অস্বাভাবিকত্ব নিয়ে কোনো শিশুর জন্ম না হয়। শিশুটির চোখ দুটি এত বড় যে, দেখলে মনে হয় খুলে আছে।
মাথার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। তার মাথা পুরোপুরি গড়ে ওঠেনি। অন্য শিশুদের মতো শিশুটি স্বাভাবিক নড়াচড়া করেনি। অন্য শিশুর মতো জন্মের পর সে কাঁদেনি। শিশুটি অদ্ভুত হওয়ার কারণে ছবিটি আমরা দিতে পারলাম না। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম