মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৬:১৩

অন্ধ মালিককে বাঁচাতে কুকুরের একি কারিশমা!

অন্ধ মালিককে বাঁচাতে কুকুরের একি কারিশমা!

এক্সক্লুসিভ ডেস্ক : ‌‘রাখে আল্লাহ, মারে কে’- এমন দৃষ্টান্ত ঘটলো অন্ধ এক ব্যক্তির বেলায়।  অন্ধ মালিককে বাঁচাতে একি কারিশমা কুকুরের।  নির্ঘাত স্কুলবাসের নিচে চাপা পড়ে যাচ্ছেন আড্রি স্টোন নামে জনৈক এক ব্যক্তি।  কিন্তু নিজের পোষ্য ফিগো-ই তাকে বাঁচিয়ে দিল।  প্রাণের মায়া না করে নিজেই ঝাঁপিয়ে পড়লো বাসের সামনে।  শেষ পর্যন্ত দু'জনেই রক্ষা পায়।  এ খবর দিয়েছে এই সময়।

নিউইয়র্কের বাসিন্দা ৬২ বছরের আড্রি স্টোন চোখে দেখেন না।  অন্ধের লাঠি পোষ্য গোল্ডেন রিট্রিভার ফিগো।  রোজ যেমন বেরোন সোমবারও তাকে নিয়েই তিনি রাস্তায় বেরিয়েছিলেন।  ব্রেউস্টারের কাছে রাস্তা পেরোতে গিয়েই বিপত্তি।  গাড়ি আসছে কিনা খেয়াল না করেই রাস্তা পেরোতে যান।  

মুহূর্তে সামনে চলে আসে স্কুলবাস।  আড্রি বুঝতে পারেননি।  কিন্তু বিপদ আঁচ করে তার কুকুর ফিগো।  মুহূর্তের মধ্যে নিজেই এসে পড়ে বাসের চাকার সামনে।  মনিবকে সরিয়ে দেয়ার চেষ্টা করে।

অবশ্য প্রাণে বাঁচালেও ফিগোর সঙ্গেই তার মনিব গুরুতর চোট পেয়েছেন। ফিগোর দু-পায়েই মারাত্মক চোট।  আর আড্রির কনুই ভেঙেছে।  তিন টুকরো হয়েছে পাঁজর।  মাথাতেও সামান্য চোট লাগে।  হাসপাতালের বেডে শুয়ে তবু প্রাণে বেঁচে যাওয়ার উচ্ছ্বাস গোপন রাখতে পারেননি।  বলছিলেন, ফিগো না থাকলে এদিনই শেষ হয়ে যেতাম।

প্রত্যক্ষদর্শী পুলিশ প্রধানের কথায়, ফিগো এতটাই প্রভুভক্ত, দুর্ঘটনার পর তার মনিবকে ওই অবস্থায় ছেড়ে যেতে নারাজ ছিল সে।  আড্রিও তাই যন্ত্রণায় কাতরালেও ফিগোর জন্য বেশি কষ্ট হচ্ছিল তার।  শেষ পর্যন্ত দু-জনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পথচারীকে ধাক্কা মারায় স্কুলবাসটির চালকের বিরুদ্ধে সমন পাঠিয়েছে পুলিশ। চালকের বক্তব্য, তিনি ঠিক আন্দাজ করতে পারেননি।  ভেবেছিলেন, ওই ব্যক্তি রাস্তা পেরিয়ে চলে যাবেন।  কিন্তু তিনি যে এত ধীরে রাস্তা পেরোবেন তা ভাবেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে