মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৬:৫৫

ভালো চাকরি পেতে পড়াশোনার পাশাপাশি যেগুলো অবশ্যই করতে হবে

ভালো চাকরি পেতে পড়াশোনার পাশাপাশি যেগুলো অবশ্যই করতে হবে

এক্সক্লুসিভ ডেস্ক: বর্তমান বাংলাদেশের সাধারণ প্রেক্ষাপট থেকে বলা যায় ‘চাকরি’ পাওয়াটা অনেকটা সোনার হরিণ শিকার করার মতো। আর ‘ভাল চাকরি’ সেটাতো আরো অনেক কঠিন ব্যাপার। তাই আমাদের দেশের সীমিত এই চাকরি বাজারে ভাল চাকরি পেতে হলে শুধু পড়াশোন করে ভাল রেজাল্ট করলেই হবে না, বরং পড়াশোনার পাশাপাশি আরো বেশ কিছু কাজ অবশ্যই করতে হবে।

ছাত্র/ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি যে কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলো হলো-

১। আত্মবিশ্বাস লেভেলটা অনেক বেশি উন্নত করতে হবে। কেননা আত্মবিশ্বাসের মাত্রা কমে গেলে কখনই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে না্। কেননা আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই বিষয়টি যদি আত্মবিশ্বাসের সাথে উপস্থাপনই না করেন, আপনার মাঝে যদি দ্বিধাগ্রস্থতা বা জড়তা থাকে তাহলে পরীক্ষকরা বিষয়টিকে আমলে আনবেন না। ফলে আপনি ভালো চাকরি পাবেন না।
২। একাডেমিক পরীক্ষগুলোতে ভাল রেজাল্ট করার পাশাপাশি স্ব স্ব বিষয়ে অবশ্যই মেধাবী হতে হবে। অনেকেই মুখস্ত করে ভাল রেজাল্ট করে থাকে কিন্তু বাস্তবে ওই রেজাল্টের কোন মূল্য নেই। তাই অবশ্যই স্ব-স্ব বিষয়ে অনেক বেশি জ্ঞ্যান অর্জন করতে হবে।
৩। কম্পিউটার অবশ্যই চালাইতে জানতে হবে। এক কথায় বলা যায় ভাল চাকরী পেতে হলে আপনি যদি কম্পিউটার না জানেন তাহলে অনেক ভাল রেজাল্ট করলেও চাকরিটা না হওয়ার সম্ভবন শতভাগ।
৪। চলমান বিভিন্ন ঘটনা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
৫। সৃজনশীল মানুষিকতা সম্পূর্ন ব্যক্তিত্বের অধিকারি হতে হবে।
৬। নিয়মিত চলমান ঘটনা সম্পর্কে কিংবা ইতিহাস জানার জন্য চোখ-কান খোলা রাখতে হবে। প্রয়োজনে বিভিন্ন ম্যাগাজিন, পত্র-পত্রিকা ইত্যাদি পড়তে হবে।

৭। যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নেয়ার চেষ্টা করতে হবে। তাছাড়া যে কোন ধরণের সৃজনশীল প্রশিক্ষণ নেয়ার ক্ষেত্রে নিজেকে আগ্রহী করে গড়ে তোলার চেষ্টা করতে হবে।
সর্বোপরি বাজে চিন্তা ত্যাগ করে সকল বিষয়ে একটু সৃজনশীল জ্ঞ্যান থাকলেই ইনশাল্লাহ ভাল একটা চাকরী আল্লাহর রহমতে আপনি পেয়ে যেতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে