মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩০:৫৫

আউটসোর্সিংএ নতুন মাইলফলক

আউটসোর্সিংএ নতুন মাইলফলক

এক্সক্লুিসভ নিউজ : বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য নতুন মাইলফলক উন্মোচন হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বেসিসের সহযোগিতায় কয়েক ধরনের সেভিং অ্যাকাউন্ট ও ইউএস ডলার ইআরকিউ (এক্সপোর্টার রিটেনশন কোটা) অ্যাকাউন্ট সেবা সোমবার হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চালু করা হয়েছে।

আউটসোর্সিং রফতানি সেবায় নিয়োজিত ব্যক্তি অথবা পেশাজীবীদের জন্য এটি একটি দারুণ প্রস্তাবনা। গ্রাহকরা আউটসোর্সিং সেবার মাধ্যমে পেমেন্ট হিসেবে অভ্যন্তরীণ রেমিটেন্স আয় করতে পারেন। আর এ ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ ভাগ বৈদেশিক মুদ্রা ইআরকিউ অ্যাকাউন্টে যুক্ত হতে পারে এবং দেশীয় মুদ্রা সেভিং অ্যাকাউন্টে যুক্ত হতে পারে। এ ক্ষেত্রে বেসিস আউটসোর্সিং পেশাদারদের একটি সনদপত্র প্রদান করবে যাতে এ সুযোগটি ব্যাংক থেকে পেতে সাহায্য করে।

এ সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব রিটেইল ক্লায়েন্ট আদিত্য মান্ডলই এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)-এর প্রেসিডেন্ট শামীম আহসান।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার তার বক্তব্যে বলেন, বেসিসের সঙ্গে সহযোগিতামূলক অংশীদারিত্বে আমি খুবই আনন্দিত। বাংলাদেশে আমরাই প্রথম আউটসোর্সিং পেশাদারদের জন্য অ্যাকাউন্ট খোলার অনুমতি দিচ্ছি যাতে তারা দ্রুত, নিরাপদ এবং বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা আনতে পারবে। আইটি শিল্পের জন্য অন্যতম স্তম্ভ একটি বাংলাদেশ প্রকল্পে ২০১৮ সালের মধ্যে রফতানির পরিমাণ ১ বিলিয়ন ইউএস ডলারে উপনীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এ সুবিধার জন্য আমাদের অভ্যন্তরীণ রেমিটেন্স এবং আন্তর্জাতিক বিল আদান-প্রদানের পদ্ধতি সহজ করতে হবে তা হলে এ সেবাটি স্বার্থক হবে। ব্যাংকের এ সুযোগটি অবশ্যই আউটসোর্সিং পেশাদারদের চাহিদা পূরণে সহায়তা করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এ অফারটি পেতে ব্যক্তি পর্যায়ে অথবা আউটসোর্সিং কোম্পানিকে বেসিস থেকে প্রামাণিক স্বাক্ষরপত্র গ্রহণ করতে হবে। প্রামাণিক স্বাক্ষরপত্রের আবেদন ফরম পাওয়া যাবে বেসিসের www.basis.org.bd ঠিকানায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে