এক্সক্লুিসভ নিউজ : ওয়েবক্যাম আমাদের পিসির জন্য অনেক দরকারি একটি টুলস, যাদের ল্যাপটপ আছে তাদের প্রায় সবগুলোতেই বিল্টইন ওয়েবক্যাম দেয়া আছে। কিন্তু যারা ডেক্সটপ পিসি ব্যবহার করেন তাদের জন্য ওয়েবক্যাম না থাকা বা আলাদাভাবে কেনা অনেক সময় সমস্যা হয়ে দাড়ায়।
কারন যারা লিমিটেড ইউজার, এক কথায় স্টুডেন্ট তাদের জন্য নতুন করে টাকা খরচ করে আবার ওয়েবক্যাম কেনা একটু কষ্ট সাধ্য হয়ে যায়।
তবে এর একটি সহজ সমাধান ও আছে। সেটা হল আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন। আপনার পিসিতে ওয়েবক্যাম থাকুক আর না থাকুক পকেটে কিন্তু একটি স্মার্টফোন ঠিকই আছে।
আর আজকে আমাদের আলোচনার বিষয়, কি করে আপনার পকেটে থাকা অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাকে ওয়েবক্যামে রুপান্তর করবেন। তাও আবার খুব সহজে।
কাজ টি করতে আপনার যা যা প্রয়োজন হবে-
আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
ওয়েবক্যাম আইপি (অ্যান্ড্রয়েড)
ওয়েবক্যাম আইপি (পিসি)
কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটি করবেন-
ওপরে দেয়া সফটওয়্যার ২ টি ডাউনলোড করে পিসি এবং ফোনে সেটআপ করুন।
এবার আপনার ফোনের অ্যাপটি ওপেন করে তার ভিডিও কোয়ালিটি সেটিং গুলো প্রয়োজন মতো ঠিক করে নিন। সাথে এটিও করুন যে, আপনার ফোনের কোন ক্যামেরাটি ব্যবহার করতে চাচ্ছেন (ফ্রন্ট বা ব্যাক)।
সব সেটিং ঠিক ঠাক করা হয়ে গেলে “স্টার্ট ওভার” অপশনে ক্লিক করুন।
আপনার ফোনে স্বয়ংক্রিয় ভাবে একটি আইপি অ্যাড্রেস কাজ শুরু করবে।
এবার পিসি থেকে আইপি ক্যামেরাটি ওপেন করুন এবং সেখানে ক্যামেরা অপশনে সঠিক ইনফরমেশন দিয়ে পুরন করুন।
সেটিং ঠিক মতো করা হলে অটোডিটেক্ট অপশনে ক্লিক করে সফল ভাবে কাজ শেষ করুন।