সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ১১:১৮:১২

যে ভুলটি করবেন না চুল শ্যাম্পু করার পরে

যে ভুলটি করবেন না চুল শ্যাম্পু করার পরে

এক্সক্লুসিভ ডেস্ক : চুল পরিষ্কার করতে শ্যাম্পু করা জরুরি। তবে কন্ডিশনার ব্যবহার নিয়ে রয়েছে দ্বিধা-দ্বন্দ্ব। চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করেন, কন্ডিশনার ‘এমোলিয়েন্টস’ ও ‘সিলিকন’য়ের মতো আর্দ্রতা রক্ষাকারী উপাদান দিয়ে তৈরি যা চুল মসৃণ করে তোলে।

ভারতের ‘কসমোডার্মা হেল্থকেয়ার প্রা. লি.’য়ের প্রতিষ্ঠাতা চিত্রা ভি আনন্দ টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “সুন্দর, মসৃণ ও চকচকে রাখার পাশাপাশি আগা ফাটা ও চুল পড়া কমাতে প্রতিবার শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন।”

আগা ফাটা কমায়: চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে গেলে আগা ফাটার সমস্যা দেখা দেয়। কন্ডিশনার ব্যবহার এই সমস্যা কমিয়ে আনে। চুলে চকচকে ও মসৃণভাব আনে: কন্ডিশনার ব্যবহারের প্রাথমিক উপকারিতা হল চুলকে গভীর থেকে আর্দ্র করে মসৃণ ও চকচকেভাব ফুটিয়ে তোলা। এতে থাকা ময়েশ্চারাইজিং উপাদান চুলের রুক্ষতা কমায় এবং জট বাঁধা এড়াতে সাহায্য করে।

রুক্ষতা কমায়: নিয়মিত শ্যাম্পু ব্যবহার মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। এর আর্দ্রতা ফেরাতে এবং চুলের রুক্ষতা কমাতে কন্ডিশনার ব্যবহার করা ভালো সমাধান। 

আগা ফাটা দূর করে: কন্ডিশনার মাথার ত্বককে আর্দ্র রাখে, জট ছাড়ায় এবং নিরবিচ্ছিন্নভাবে আঁচড়াতে সহায়তা করে। কন্ডিশনার ব্যবহার আগা ফাটার সমস্যা কমিয়ে চুল পড়া প্রতিকারে সহায়তা করে।

সুরক্ষক স্তর হিসেবে কাজ করে: চুল রং করা থাকলে অথবা নিয়মিত ক্লোরিনযুক্ত পানিতে সাঁতার কেটে থাকলে চুলে কন্ডিশনার ব্যবহার করা জরুরি।কন্ডিশনার চুলে প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। এছাড়া রং করা চুলকে বিবর্ণ হয়ে যাওয়া থেকে রক্ষা করতে নিয়মিত চুলে কন্ডিশনার ব্যবহার করা উপকারী।

তাই প্রতিবার শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করার কথা ভুললে চলবে না। ডা. চিত্রার মতে- চুল ঝলমলে, শক্তিশালী ও প্রাণবন্ত দেখাতে কন্ডিশানার ব্যবহার করা প্রয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে