এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের সমাজে এমন অনেক বুদ্ধিমান মানুষ আছেন যারা অনেক সময় বোকার মত এমন কিছু করে বসেন যাতে নিজের ক্যারিয়ারের বারোটা বেজে যায়। সোশাল মিডিয়া ‘কুয়োরা’তে একজন প্রশ্ন করলেন, স্মার্ট ও বুদ্ধিমান মানুষরা সাধারণত কি ধরনের কাজ বোকার মতো করে বসেন? বিশেষজ্ঞরা এর জবাব দিয়েছেন এভাবে-
১. এসব বুদ্ধিমান মানুষেরা অনেক সময় নানা তত্ত্ব নিয়ে পড়ে থাকেন এবং বাস্তবতা দেখার চেষ্টা করেন না। থিওরি নিয়ে জীবন চলে তাদের। এক সময় তাদের কোনো তত্ত্ব বাস্তবায়িত হয় না।
২. অনেক সময়ইেএসব বুদ্ধিমান মানুষেরা কোনো বিষয় নিয়ে চিন্তা-ভাবানার কাজে খুব বেশি সময় দিয়ে বসেন। কিন্তু তা বাস্তবায়নের কাজে একেবারেই সময় দেন না। ফলে উদ্ভাবনী কিছু করতে চিন্তা-ভাবনার যেমন কোনো বিকল্প নেই তেমনি শুধু চিন্তার মধ্যে সীমাবদ্ধ থেকে কাজে হাত না দিলে কোনো ফলাফল নাও আসতে পারে।
৩ . অনেক স্মার্ট মানুষ ঝুঁকি নিতে একদমই চান না। এরা নিজের মতোই স্মার্ট আরো কয়কজনের সঙ্গে মিশে গতানুগতিক ধারায় কাজ করে যান। অন্যের চোখে তারা স্মার্ট থাকেন ঠিকই। কিন্তু তাদের দ্বারা আরো বড় কোনো কাজের সম্ভাবনা এতে নষ্ট হয়। তারা শুধুমাত্র অন্যের চোখে স্মার্ট হয়ে থাকতে অন্য কাজে এগিয়ে যেতে চান না।
৪ . স্মার্ট মানুষরা অনেক সময় ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নামকরা প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্য স্থানে কাজ করতে চান না। এ ক্ষেত্রে তারা নিজেদের মনের ইচ্ছাকে প্রাধান্য দেন না। কাজের অনেক সুযোগ থাকলেও তারা গতানুগতিক ধারায় চলতে চান এবং নতুন কিছু করাতে আগ্রহ বোধ করেন না।
৫. এ ধরনের মানুষরা অনেক সময় সামাজিক দক্ষতাকে অবহেলা করে থাকেন। তারা শক্তিশালী পেশাদার হিসেবে নিজেকে দেখতে আগ্রহী থাকেন। এরা নেটওয়ার্ক গড়া বা সামাজিকভাবে পরিচিত হয়ে ওঠার পেছনে কোনো সময় দেন না।
৬. স্মার্ট মানুষের একটি দল রয়েছে যারা একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সফলতা অর্জনের পর হাল ছেড়ে দেন। আর ওই সময় থেকেই তাদের পতন শুরু হয়।
৭. স্মার্ট মানুষরা সব সময় তাদের বুদ্ধিমত্তার বিচারে বিশ্বটাকে দেখেন। এ কাজে তারা এতটাই সহজাত হয়ে ওঠেন যে, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে কিছু বিচার করতে ব্যর্থ হন। তাই সাধারণ মানুষের চিন্তার গতিধারা বুঝতে পারেন না।
৮. অনেক স্মার্ট মানুষের মধ্যে অহংবোধ ও যুক্তিবোধের এক মারাত্মক সমন্বয় তৈরি হয়। তারা এমন হয়ে ওঠেন যেন তিনিই একমাত্র সঠিক এবং জ্ঞানী। এ বিষয়টি তাদের বাজে পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।
৯. স্মার্ট মানুষদের আরেকটি সমস্যা হলো, তারা খুব বেশি স্বাধীনচেতা। সবার মাঝে স্বাধীনতা বোধ থাকা বাঞ্ছনীয়। কিন্তু পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সঙ্গে একটি স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে স্বাধীনতার খর্ব হয় না। কিন্তু তারা এতটাই স্বাধীন হয়ে চলেন যে স্বাভাবিক চিন্তা-ভাবনা সবকিছুর উল্টো দিকে বইতে থাকে।
১০. শিক্ষাজীবনের ভালো ফলাফলের কারণে কাউকে জ্ঞানী বলে বিবেচনা করার মতো ভুল করে বসেন বহু স্মার্ট মানুষ। ভালো ফলাফল এক ধরনের অর্জন। কিন্তু অভিজ্ঞতা এবং জ্ঞান আসে বাস্তব জীবন থেকে।
১১. এসব বুদ্ধিমান মানুষরা অনেক সময় অন্যদের হেয় করে দেখেন। বিষয়টি তাদের অহংকারী ও আগ্রাসী বানিয়ে দেয়। আর স্বাভাবিকভাবেই ভুল করে বসেন তারা।-বিজনেস ইনসাইডার