এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবী বিখ্যাত উপন্যাসিক উইলিয়াম শেক্সপিয়রের নাম শুনেন নি এমন মানুষ হয়ত খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু তাকে কি কেউ দেখেছে? তিনি দেখতে ঠিক কেমন ছিলেন? এ বার সেই রহস্য ভেদ করা যাবে বলে দাবি করে ব্রিটিশ ইতিহাসবিদ মার্ক গ্রিফিথস জানিয়েছেন, ষোড়শ শতকের উদ্ভিদ-সংক্রান্ত একটি বইয়ে তিনি ‘আবিষ্কার’ করেছেন শেক্সপিয়রের জীবদ্দশার একটি ছবি!
আবিষ্কৃত ওই ছবি প্রকাশিতও হয়েছে একটি সাপ্তাহিক পত্রিকায়। পত্রিকার সম্পাদক মার্ক হেজও জানিয়েছেন, এটি শেক্সপিয়রের এক মাত্র প্রামাণ্য ছবি বলেই তারা মনে করছেন। গ্রিফিথস জানিয়েছেন, শেক্সপিয়রের যখন ৩৩ বছর বয়স, তখন ছবিটি আঁকা হয়েছিল।
(বামের ছবিটিই আবিষ্কৃত হয়েছে এবং ডানের ছবিটি আমরা ছোট বেলা থেকে সচারাচার দেখে আসছি)
পেশায় উদ্ভিদবিদ মার্ক জানিয়েছেন, উদ্ভিদবিদ্ জন গেরাদের একটি জীবনীগ্রন্থ নিয়ে গবেষণা করার সময়ই কয়েকটি বিশেষ ধরনের নকশা নজরে আসে তার। ১৪৮৪ পৃষ্ঠার বইটির প্রথম পাতায় উইলিয়াম রজার্সের এই কারুকার্য পর্যবেক্ষণ করেন তিনি। তার দাবি, প্রথমে সেগুলি কাল্পনিক মনে হলেও পরে চারটি ছবি এবং বিভিন্ন ফুলের নকশার হেঁয়ালি সমাধান করেন তিনি। ওই নকশাগুলির সঙ্গে তিনি শেক্সপিয়রের কবিতা ‘ভেনাস ও অ্যাডোনিস’ এবং নাটক ‘টাইটাস অ্যানড্রনিকাসে’র অনুষঙ্গও খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন।