মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৯:০৯:০৮

ফেসবুক দেখে মানুষ চিনুন

ফেসবুক দেখে মানুষ চিনুন

এক্সক্লুসিভ ডেস্ক : মুখের আদল থেকে পছন্দের মানুষ চিনতে পথ তো কম হাঁটা হলো না।  কিন্তু সব কিছুই যেন ছাড়াছাড়া।  যেটা ভাবছি সেটা হতেও পারে আবার নাও হতে পারে।  

কিন্তু এবার রয়েছে নিশ্চয়তা।  এ নিয়ে বলছেন বিশেষজ্ঞরা।  মনোবিদদের মতে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সহজেই চেনা যায় মানুষ।  কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।  কি করে চিনবেন তা জেনে নিন।

স্বপ্নের মানুষ ‘তুমি’ থাক প্রোফাইলে :

অনেকের প্রোফাইলে সেলিব্রিটির ছবি দিয়ে থাকেন।  মনোবিদরা বলছেন, এরা বাস্তববাদী নন।  অন্যদের আদর্শ মনে করে ও সাধারণত জীবনে সফল হতে পারে না।  এরা অন্যের কথায় চলে।  নিজেদের ব্যাপারে কথা বলতেও সঙ্কোচ বোধ করে।

নানা রূপে নানা রঙে বারে বারে :

অনেকে আছে যারা ঘন ঘন প্রোফাইলের ছবি বদলায়।  যাদের মধ্যে এ ধরনের প্রবণতা দেখা দেয়, তারা নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাসের অভাব, সিদ্ধান্ত নেয়ার সমস্যা ভোগেন।  এরা রহস্যজনক, সব সময় অসন্তুষ্ট এবং অন্যকে সহজে বিশ্বাস করে।  কারো কারো মধ্যে স্প্লিট পারসোনালিটির সমস্যাও দেখা যায়।

নজর কাড়তে নজিরবিহীন :

অনেকে প্রোফাইলে অন্তরঙ্গ ছবি পোস্ট করে।  এরা সব সময় নজর কাড়তে, গুরুত্ব পেতে চায়।  হীনমন্যতায় ভোগে।  সে কারণে নিজেদের বেশি প্রকাশ করে ফেলে।  এদের ছবি আত্মসম্মানের অভাব ও অপরিণত মনের পরিচয় দেয়।  সম্পর্কে এরা বিশ্বাস রাখতে পারে না।  যারা জীবনে কোনো সময় সম্পর্কের সমস্যার মধ্যদিয়ে গেছে তারা সাধারণত এমন ছবি দিয়ে থাকে।

ঘন ঘন পাল্টে যায় কথা :

ঘন ঘন স্ট্যাটাস মেসেজ বদল।  যারা এমনটা করে তারা বেশির ভাগ সময়ই নিজেদের ব্যক্তিগত জীবনের কথা লিখে থাকে, যা তাদের হীনন্মন্যতায় ভোগার পরিচয় দেয়।  অনেক সময় কম বিচার-বুদ্ধির মানুষরাও এমনটা করে থাকে।  সিদ্ধান্তে অচল থাকতে পারে না তারা।  কথা বেশি বলে কম কাজ করেই কাটাতে চান তারা।

মনের ভাষায় যখন কালির দাগ :

কিছু মানুষ অনেক সময় স্ট্যাটাস মেসেজে কুরুচিকর শব্দ ব্যবহার করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এরা জীবনে অনেক ব্যর্থতা ও সমালোচনার মধ্যদিয়ে গেছে।  পজিটিভ অ্যাটিটিউডের অভাবে এরা হতাশায় ভোগে।  অনেক সময় যারা ভালো কথাবার্তা বলতে পারে না, গুরুত্ব পায় না, তারা অতিরিক্ত কটূ শব্দ ব্যবহার করে গুরুত্ব পেতে চায়।  জীবনে ব্যর্থতা, হতাশা উগরে দিতে এরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকে।

শ্রীমান-শ্রীমতই ভয়ঙ্করি :

অনেকে প্রোফাইলে ভয়াবহ ছবি  দিয়ে থাকে।  এরা খুবই জটিল ও রহস্যজনক হয়।  এদের বুঝে ওঠা কঠিন।  এরা নিজেদের ব্যাপারে বিশেষ কিছু বলতে চায় না।  নিজেরাই নিজেদের সমস্যা মিটিয়ে নিতে চায়।  এদের জীবনে সবকিছু ঠিক থাকলেও তারা মনে করে, কিছু ঠিক নেই। তারা নিজেদের চেহারা নিয়েও সচেতন।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে