এক্সক্লুসিভ ডেস্ক: ঝলমলে উজ্জল ত্বক কে না চায় বলুন? ছেলে কি মেয়ে ভাল ত্বক সবাই চায়। কিন্তু সমস্যা হলো ত্বকে ভাল রাখতে অনেকেই জানে না। তাই যাদের ত্বক আগে থেকেই ভাল তারাও জানে না কিভাবে সেই ত্বকের যত্ন নিতে হয়। অপরদিকে যাদের ত্বক একটু ভিন্ন ধরণের তারা বাজার থেকে অনেক ধরণের জিনিস মুখে লাগিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে।
তাই আসুন ঘরোয়া পদ্ধিতিতে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নিবেন সেটা জেনে নিই।
যা যা প্রয়োজন হবে:
১। ৬-৭ চা চামচ চা পাতা
২। ১০-১২ ফোঁটা লেবুর রস
৩। ১ লিটার পানি
পদ্ধতি ও ব্যবহার বিধিঃ
১। ১ লিটার পানি চুলায় ফুটতে দিয়ে এতে চা পাতা দিয়ে জ্বাল দিয়ে লিকার করে নিন। লিকার মাঝারি ধরণের গাঢ় হবে।
২। এরপর লিকার ঠাণ্ডা করতে দিন। ঠাণ্ডা হয়ে এলে এতে লেবুর রস ভালো করে মিশিয়ে নিন এবং বরফের ট্রে তে মিশ্রণটি ঢেলে বরফ জমতে দিন। সবচাইতে ভালো হয় যদি এই কাজটুকু রাতে করে রাখেন। পুরো রাতে বরফ জমে যাবে।
৩। এরপর সকালে উঠে প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিন। চাইতে প্রাকৃতিক একটি স্ক্রাবার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। চালের গুঁড়ো এবং দুধ মিশিয়ে তা দিয়ে ত্বক স্ক্রাব করে নিন।
৪। তারপর বানিয়ে রাখা বরফের মাত্র ২ টি খণ্ড নিয়ে একটি সুতি পাতলা কাপড়ে পেঁচিয়ে নিয়ে তা দিয়ে বরফ না গলা পর্যন্ত আলতো করে ঘষে নিন পুরো ত্বকে।
৫। চোখের নিচের দিকে ভালো ভাবে সতর্কতার সাথে ঘষে নিন। এতে চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ অনেকাংশে দূর হয়ে যাবে।
৬। এরপর মুখ ভালো করে ধুয়ে নিন এবং ভালো করে ময়েসচারাইজার ও সানস্ক্রিন লাগান। এরপর অন্যান্য প্রসাধনী ব্যবহার করে নিন।