মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫১:৫৬

বিশ্বের ক্ষুদ্রতম হরিণ!

বিশ্বের ক্ষুদ্রতম হরিণ!

এক্সক্লুসিভ ডেস্ক : দেখলে সোনার মত মনে হলেও তার চেয়েও সুন্দর বোধহয়। নিউইয়র্কের ক্যুইন্স চিড়িয়াখানায় জন্ম নিল বিশ্বের ক্ষুদ্রতম হরিণের প্রজাতি, যার নাম রাখা হয়েছে পুডু।

দেখতে আপাত চিতল হরিণের মতই।  উজ্জ্বল কমলার ওপর সাদা ছোপ ছোপ। তবে ওয়াইল্ড লাইফ কনজার্ভেশন সোসাইটি জানাচ্ছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই সাদা ছোপ দাগ উধাও হয়ে হবে।  জন্মের সময় ওজন ছিল মাত্র এক পাউন্ড এবং ইঞ্চি ছ’য়েক লম্বা।

কনজার্ভেশন সোসাইটির বারবারা রুসো জানাচ্ছেন, পূর্ণ বয়স্ক পুডু সর্বোচ্চ ১২-১৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে।  তবে নতুন অতিথিকে নিয়ে উত্‍সাহের সীমা নেই চিড়িয়াখানায়।  হরিণ শাবকটির নাম রাখা হয়েছে দ্য ফন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে