মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৬:৩৬

ধানক্ষেত থেকে পাওয়া যাবে বিদ্যুৎ

ধানক্ষেত থেকে পাওয়া যাবে বিদ্যুৎ

এক্সক্লুসিভ ডেস্ক : এবার ধানক্ষেত থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি বের করলেন বিজ্ঞানীরা। নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী পানিতে ডুবে থাকা শস্যখেত থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আবিষ্কারের পর তাদের নিজস্ব গবেষণাগারেই বিদ্যুৎ উৎপাদন করে দেখিয়েছেন।

গবেষক দলের একজন সদস্য মারজোলিন হেলডার জানান, অনেক সময় উদ্ভিদ নিজের প্রয়োজনের চেয়েও বেশি শক্তি উৎপাদন করে ফেলে। সেই অব্যবহৃত শক্তিটুকু কাজে লাগিয়ে ‘প্ল্যান্ট-ই’ নামের বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন তাঁরা।

হেলডার জানান, নতুন এই পদ্ধতিটি সৌরশক্তি বা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের চেয়েও বেশি কার্যকর। কারণ এই পদ্ধতিতে সূর্যের অনুপস্থিতি কিংবা বাতাস না থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

উল্লেখ্য, সর্বপ্রথম ২০০৭ সালে নেদারল্যান্ডসের ওয়েইগনিংগেন বিশ্ববিদ্যালয়ে ধানক্ষেত থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি নিয়ে চিন্তা-ভাবনার সূচনা হয়। এরপর ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্ট-ই প্রকল্পের কার্যক্রম শুরু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে