এক্সক্লুসিভ ডেস্ক : পরীক্ষায় টোকাটুকি বন্ধ করতে এবার ড্রোনের শরণাপন্ন হলো চীন। কলেজ প্রবেশিকা পরীক্ষায় লুকিয়ে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে টোকাটুকির কৌশল রুখতে ৬ প্রপেলারযুক্ত ড্রোনের সাহায্য নিল শিক্ষামন্ত্রী।
গত রোববার মধ্যচীনের হেনান প্রদেশে লুয়োইয়্যাং সিটির দু'টি কেন্দ্রে কলেজ প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয়। এ বছর ছাত্রছাত্রীদের টোকাটুকি রুখতে কয়েকশ' হাজার ডলার খরচ করে বেশ কয়েকটি ড্রোন কিনেছে শিক্ষামন্ত্রী। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ওপর নাগাড়ে উড়ে নজরদারি করেছে বলে জানা গেছে। এদিনের পরীক্ষায় টুকলির কোনো ঘটনা ঘটেনি।
লুয়োইয়্যাং রেডিও সুপারভিশন অ্যান্ড রেগুলেশন ব্যুরোর আধিকারিক ল্যান ঝিগ্যাং জানিয়েছেন, ড্রোনের বেশ কিছু সুবিধা রয়েছে। শহুরে এলাকায় বহুতল বাড়ি থাকার দরুণ নিচু তলায় কোনো ডিভাইস ব্যবহার হলেও তা ধরা মুশকিল। কিন্তু ড্রোনগুলো যেহেতু ৫০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম, সেই কারণে গোটা শহরে যেকোনো সিগন্যালের উত্স হদিস করতে পারে।
প্রসঙ্গত, প্রতিবছর চীনের এই পরীক্ষায় গণটোকাটুকির অভিযোগ ঘিরে বিতর্কে জড়ায় শিক্ষা দপ্তর। অত্যাধুনিক ডিভাইস ব্যবহারের হিড়িকে সমস্যা জটিলতর হয়েছে গত কয়েক বছর ধরে। সাধারণ স্ক্যানার বসিয়েও টুকলি ঠেকানো দুষ্কর হয়ে উঠেছে। বাধ্য হয়েই নজরদারিতে বিশেষ কড়াকড়ি আনার কথা চিন্তা-ভাবনা শুরু করে কর্তৃপক্ষ।
চলতি বছর প্রায় ১.৮০ কোটি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। টোকাটুকির ব্যবস্থা করার অভিযোগে গত মে মাসে ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।