বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ১১:৩০:২৮

আজব আইন, দুই বিয়ে না করলে নিশ্চিত জেল!

আজব আইন, দুই বিয়ে না করলে নিশ্চিত জেল!

এক্সুক্লুসিভ ডেস্ক : স্ত্রীর অনুমতি ছাড়া অথবা ঘরে স্ত্রী রেখে আরেকটা বিয়ে করা দণ্ডনীয় অপরাধ। জেল জরিমানাসহ অনেক দেশেই রয়েছে শাস্তির বিধান। কিন্তু দুই বিয়ে না করার অপরাধে যাবজ্জীবন জেল! এমন কথা কেউ কি শোনেছেন! নিঃসন্দেহে এ আজব আইন?

আরবিক দেশগুলির মধ্যে এরিত্রিয়াতেই শুধুমাত্র এমন আজব আইন জারি করা হয়েছে। রীতিমতো ধর্মীয় আইনের মাধ্যমে এই নির্দেশকে মান্যতা দিলেন গ্র্যান্ড মুফতিও।

আইনে স্পষ্ট করে বলা হয়েছে, এরিত্রিয়ার সমস্ত পুরুষকে ন্যূনতম দু’টি বিবাহ করতেই হবে। যদি দেশের কোনও পুরুষ বা নারী এই সিদ্ধান্তে আপত্তি জানান, তা হলে শাস্তি হবে যাবজ্জীবন জেল। এমনই আজব আইন জারি করেছে দেশটির সরকার।

দেশটির সরকারি সূত্র জানিয়েছে, এ দেশে পুরুষের আভাব পড়েছে। এর আগে দীর্ঘদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে দেশটি। যার ফলে ক্রমশ পুরুষশূন্য হয়ে পড়ছে এই দেশ। তাই দেশের স্বার্থেই এই আইন বলবৎ করেছে সরকার।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে