মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৪:১৫

বেসরসিক পুলিশ, বিয়ের আসর থেকে বর আটক

বেসরসিক পুলিশ, বিয়ের আসর থেকে বর আটক

এক্সক্লুসিভ ডেস্ক : পুলিশের মূল্যবান সময় নষ্ট করেছে বলে সবে বিয়ে শেষে গির্জা থেকে বের হতেই নতুন কনেকে সামনে বিনয়ের সঙ্গে পুলিশ কর্মকর্তারা বরকে বললেন, আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। ব্যস আর কোন কথা নয়, বর গ্রেফতার। হাতে হ্যান্ডকাফ পরিয়ে গীর্জা থেকে নিয়ে যাওয়া হলো থানায়। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের কর্নিশ উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত আইলেস অব সিলিতে। যে এলাকাটি পর্যটনের জন্য বিখ্যাত।

কংগ্নেটনের বাসিন্দা ৩৪ বছর বয়সী বর অ্যালিস্টার ৬ বছর প্রেম করে ৩০ বছর বয়সী প্রেমিকা সারাকে বিয়ের সিদ্ধান্ত নেন। এজন্য তারা ছবির মতো সুন্দর আইলেস অব সিলিকে বেছে নেন। বিয়েতে অতিথি ছিল ৩০ জন। অ্যালিস্টার তার বিয়ের তারিখে স্থানীয় গির্জায় পুলিশকে উপস্থিত থাকতে অনুরোধ করেন।

তবে অভিযোগের সময়  তিনি পুলিশকে বলেননি যে বিয়েটা তার। সময়মতো পুলিশ উপস্থিত হয়ে ঘটনা বুঝতে পেরে যায়। তবে আনুষ্ঠানিকতা নষ্ট না করে অপেক্ষা করতে থাকে। অনুষ্ঠান শেষে বর-কনে গীর্জা থেকে বেরিয়ে এলেই পুলিশ গ্রেফতার করে বরকে। অভিযোগ, পুলিশের মূল্যবান সময় নষ্ট করা। কারণ কারও বিয়ের দাওয়াতে অংশ নেওয়া পুলিশের কাজ নয়। আর অ্যালিস্টার সবকিছু খুলে না বলে লুকিয়েছে।

তবে সুখবর হলো অ্যালিস্টারের সোহাগরাতটি নষ্ট করেনি পুলিশ। দ্রুতই তাকে ছেড়ে দেয়। আকস্মিক ঘটনায় প্রথমে কনে সারা বিস্মিত হলেও ভয় পাননি। কনে বলেন, দিনটি ছিল আসলেই মজার।

পুলিশ শুধু এখানেই শেষ করেনি, পরে বর অ্যালিস্টার রবিনসনকে পুলিশের গ্রেফতার করে নিয়ে যাওয়ার ছবিটি পুলিশ কর্তৃপক্ষ তাদের অফিসিয়ার ফেসবুকে পেজে পোস্ট ও শেয়ার করলে তা ছাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে