বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০১:০০:২৯

আপনার প্রেমিকা কতটা ভালোবাসে আপনাকে?

আপনার প্রেমিকা কতটা ভালোবাসে আপনাকে?

এক্সক্লুসিভ ডেস্ক : প্রেম করছেন? তাহলে জানেন কি, আপনার প্রেমিকা বা প্রেমিক কতখানি ভালোবাসে আপনাকে? কিংবা সে প্রেমিক বা প্রেমিকা হিসেব? সহজ ব্যাপার।

আপনার ফলাফল যদি হয় ৫ থেকে ১০, তবে, আপনার পার্টনার একটু বেখায়ালি, পাগলাটে। সেক্ষেত্রে তাকে মানুষ করার দায়িত্ব আপনাকেই নিতে হবে।

আর যদি আপনার ফলাফল হয় ১০ থেকে ১৫, তবে আপনারা পার্টনার চমৎকার একজন পার্টনার। যাকে বলা যায় বিন্দাস পার্টনার। হ্যাভ ফান ইয়ার। এমন পার্টনারকে কখনোই হাতছাড়া করবেন না। তাহলে পস্তাতে হবে আপনাকেই।

তবে আপনার ফলাফল যদি দাঁড়ায় ১৫ থেকে ২০, তবে আপনার পার্টনার আপনার প্রতি একেবারে গদগদ। যেন তার প্রেম উত্থলে উঠছে। শেষতক এতটা প্রেম টিকলেই হয়!

তাহলে আসুন জেনে নিন আপনার ফলাফল কত? খুব সহজেই তা মিলিয়ে নিন আপনি নিজের হাতে। নিচে দেয়া প্রশ্নর উত্তরগুলোর থেকে দাঁড় করান আপনি আপনার প্রাপ্ত ফলাফল।

১। আমার সারাদিন খারাপ কাটলে বা মুড অফ থাকলেঃ

a) ও আমার সঙ্গে অনেক গল্প করে, আমার মুড অফের কারণ আমি ভুলেই যাই=(৩)
b) সেদিন আর বিশেষ কথা বলি না, পরের দিন বলি=(১)
c) ও শোনে, কিন্তু তারপর ওর নিজের দিন কী রকম কাটল, সেই গল্প শুরু করে দেয়=(২)

২। আমরা যেদিন ডেটে যাই, কার পছন্দের জায়গায় ঘুরতে যাই?

a) ও যেখানে নিয়ে যায়, আমিও সেখানেই যাই=(১)
b) আমরা দু’জনে টস করে ঠিক করি যে, আমরা কোথায় যাব=(২)
c) আমার যেখানে যেতে ইচ্ছে করে, সেখানেই যাই আমরা=(৩)

৩। আমার বন্ধুরা কি ওকে পছন্দ করে? ওর সঙ্গে কথা বলে?

a) হ্যাঁ, আমরা সকলেই একসঙ্গে আড্ডা মারি=(৩)
b) আমার বন্ধুদের সঙ্গে ওর এসএমএস বিনিময় হয়=(২)
c) বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডরা ওর সঙ্গে মিশতে পারে না=(১)

৪) আমার কোনও শো থাকলে বা রেজ়াল্ট বেরলেঃ-

a) ও আমার সঙ্গে সেখানে যায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকে=(৩)
b) বাড়িতে বসে একটানা ভিডিয়ো গেম খেলতে-খেলতে ভুলেই যায়=(২)
c) আমার দরকারে সবসময়েই ও সেই জায়গায় সকলের শেষে পৌঁছয়=(১)

৫) প্রতিবছর আমার জন্মদিনে ও কী করেঃ-

a) সারপ্রাইজ় বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে। আমার বন্ধুদেরও ডাকে=(৩)
b) অনেক গিফ্ট নিয়ে আসে, শুধু দু’জনে মিলে সারাদিন আনন্দ করি=(২)
c) ওর মনে থাকে না, প্রতিবারই আমার জন্মদিনের কথা ও ভুলে যায়=(১)

৬) আমি ওকে খুব ভালবাসি, তার কারণঃ-

a) ও ভীষণ কেয়ারিং আর আমাকে সবচেয়ে ভাল বুঝতে পারে=(২)
b) ওর সঙ্গে থাকলে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না=(৩)
c) ও আমাকে সবচেয়ে বেশি ভালবাসে, আমি যা বলি সব শোনে।=(১)
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে