মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৫:০৭

যেখানে পানির জন্য বিয়ে!

যেখানে পানির জন্য বিয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক : যৌতুক নিয়ে বিয়ের ঘটনা সবারই জানা।  কিন্তু পানির জন্য বিয়ে অবিশ্বাস্যযোগ্য মনে হলেও ঘটনা সত্যি।  ঘটনাটি ঘটছে ভারতীয় উপমহাদেশেই।

পশ্চিম ভারতের দেঙ্গামাল গ্রামের বেশির ভাগ পুরুষই একাধিক বিয়ে করে থাকেন।  তবে এ বিয়ের পেছনে রয়েছে পানি।  স্রেফ পানি টানানোর জন্যই একাধিক বিয়ে করে থাকেন দেঙ্গামালের পুরুষরা!

মুম্বাই থেকে ১৪০ কিলোমিটার দূরের গ্রামটি পানির জন্য হাহাকার।  প্রত্যন্ত ওই গ্রামটিতে নেই কোনো পানির কল।  কঠিন শিলাস্তরের পর্বতবেষ্টিত গ্রামটি।  দুইটি কূপ রয়েছে অনেক দূরে।  পায়ে হেঁটে অনেক দূর থেকেই পানি আনতে হয়।  

প্রায় ১০০ পরিবারের সদস্যদের খাওয়া ও রান্নার পানির সরবরাহ ওই দুইটি কূপ থেকেই।  সেখানকার পুরুষরা ক্ষেত-খামারে ব্যস্ত থাকায় নারীদেরই পানি টানার দায়িত্ব পালন করতে হয়।  সূত্র : হিন্দুস্তান টাইমস
৬ জুন,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে