এক্সক্লুসিভ ডেস্ক: শীতকালে অধিকাংশ মানুষের মাথায় খুসকি দেখা যায়। তবে গরমের সময়েও এই ধরণের সমস্য কম নয়। এই খুসকিই চুল ঝড়ে যাওয়ার অন্যতম কারণ। তাই মাথার খুসকি জরুরী ভিত্তিতে দূর করতে হবে। অবশ্য আপনি ঘরে বসেই মাথা থেকে খুসকি চিরতরে দূর করতে পারেন। ভাবছেন কিভাবে? পদ্ধতিটি খুব জটির নয়। নারিকেলের তেল দিয়েই দূর হবে খুসকি।
জেনে নিন অতি সাধারণ নারিকেল তেল দিয়েই খুশি চিরতরে দূর করার দারুণ একটি কৌশল। আর একদম কম খরচে পান ঝলমলে উজ্জ্বল সুস্থ চুল।
যা যা লাগবে
নারিকেল তেল তাঁর অ্যান্টি ফাঙ্গাল গুণাবলীর জন্য খুশি দূর করতে ভীষণ কারজকরী। আর খুবই সহজ লভ্য বলে এটা ব্যবহারও সোজা। নারিকেল তেলে খুশি দূর করতে চাইলে তেলের সাথে আমাদের আরও লাগবে লেবুর রস।
১। চুলের ঘনত্ব বুঝে পরিমাণমত বিশুদ্ধ নারিকেল তেল নেবেন
২। যতটা নারিকেল তেল নেবেন, ঠিক তার অর্ধেক পরিমাণ তাজা লেবুর রস নেবেন।
৩। দুটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন।
যা করবেন
১। নারিকেল তেল ও লেবুর রসের মিশ্রণটি খুব ভালো করে মাথার তালুতে ঘষে ঘষে লাগান।
২। তেল লাগানো হয়ে গেলে মিনিট পাঁচেক ভালো করে মাথার তালু ম্যাসাজ করুন। এবার ২০ মিনিট এভাবেই রাখুন।
৩। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না। সম্ভব হলে পরদিন শ্যাম্পু করুন। একান্তই না পারলে কয়েক ঘণ্টা পর শ্যাম্পু করুন।
সপ্তাহে ২/৩ দিন এই পদ্ধপ্তি অবলম্বন করুন খুশকি দূর না হওয়া পর্যন্ত।