শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৩:১১:২৫

যে পাঁচটি লক্ষণ বলে দেবে ভদ্রলোক একজন পরকীয়া প্রেমিক

যে পাঁচটি লক্ষণ বলে দেবে ভদ্রলোক একজন পরকীয়া প্রেমিক

এক্সক্লুসিভ ডেস্ক : পরকীয়া দাম্পত্য জীবনে এক ভয়াবহ ব্যাধী। পরকীয়া প্রেমের কারণে অহরহ ভেঙ্গে যাচ্ছে বহু সংসার। কিংবা সংসার টিকে থাকলেও সংসার বা সন্তানদের প্রতি মনোযোগ নেই স্বামীর।

আপনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গীটি পরকীয়ায় মজেছেন। কিন্তু কিছুতেই ব্যাপারটা ধরতে পারছেন না। আর প্রতিদেবতা তো বরাবর ব্যাপারটা অস্বীকারই করে যাচ্ছেন!

আপনার ভদ্রলোক স্বামী পরকীয়া করছেন! এটা তিনি স্বীকার করবেন? এমনটা ভাবাটা বোধ হয় বোকামি। তাহলে কি করে ধরবেন আপনার ভদ্রলোক স্বামীর পরকীয়া?

এক গবেষণায় দেখা গেছে, পুরুষের ক্ষেত্রে ৩৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রবণতা সব থেকে বেশি মাত্রায় থাকে।

গবেষণা আরও বলছে, যাদের বিবাহিত জীবনে সম্তান দ্রুত এসেছে, তাদের ক্ষেত্রেও এই মানসিকতা অধিক পরিমাণে দেখা যায়।

এদিকে বর্তমান প্রেক্ষাপটে পুরুষের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে জানা গিয়েছে স্বামীর পরকীয়ায় জড়িয়েছেন সে লক্ষণ বুঝার ৫টি কারণ। নিচে দেয়া হলো সে কারণগুলি। মিলিয়ে দেখুন আপনার ভদ্রলোক স্বামীর মধ্যে এই লক্ষণগুলি পরিলক্ষিত কিনা।

যদি এগুলো আপনার স্বামীর মাঝে থাকে, তবে নিশ্চিত তিনি পরকীয়ায় মজেছেন।

১। সবসময়েই নিজের স্ত্রী বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গোপনীয়তা পছন্দ করা।

২। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে অতিমাত্রায় স্বক্রিয় থাকা।

৩। ব্যক্তিগত জীবনে সবসময়েই ‘হ্যাপিলি ম্যারেড’ বোঝানোর চেষ্টা।

৪। কর্মক্ষেত্রের বাইরেও আলাদা জগৎ তৈরি করা।

৫। নিজের ব্যক্তিগত ছবি আপলোড না-করে ফেসবুকে অন্যের পোস্ট বেশিমাত্রা শেয়ার করার প্রবণতা।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে