শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৪:১৪

পর্তুগালের আকাশে ঈশ্বরের হাত নিয়ে পেকোর এ কি মন্তব্য!

পর্তুগালের আকাশে ঈশ্বরের হাত নিয়ে পেকোর এ কি মন্তব্য!

এক্সক্লুসিভ ডেস্ক : পর্তুগালের আকাশে বিচিত্র আকৃতির মেঘটিকে বলা হচ্ছে ঈশ্বরের হাত।  খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ঈশ্বরের হাত নিয়ে নানান মিথ্যা চালু থাকলেও এবার আগুন রঙয়া হাতের আকৃতির মেঘটিকে ঈশ্বরের হাত ভাবতে দেরি হয়নি পর্তুগিজদের।  পর্তুগালের আকাশে ঈশ্বরের হাত নিয়ে পেকোর এ কি মন্তব্য!


মেঘের আকৃতিটা এমনভাবে দৃশ্যমান ছিল যে, দেখলে মনে হবে হাতের মুঠির মধ্যে ধরা আছে কোনো আগুনের গোলা।  যেকোনো মুহূর্তে ধ্বংসের উদ্দেশ্যে নেমে আসতে পারে ওই গোলা।

গত সোমবার মাদেইরা দ্বীপ দিয়ে যাচ্ছিলেন ৩২ বছর বয়সী আবহাওয়া বিষয়ক ব্লগার রোজারিও পেকো।  সকালের আকাশের এ দৃশ্য দেখে রোজারিও পেকো বিশ্বাসই করতে পারছিলেন না যে, মেঘের এমন রূপ তিনি দেখতে পাবেন।

সকালের ওই সময়টায় মূলত সবাই কর্মব্যস্ত থাকেন।  যে যার কর্মস্থলে তাড়াহুড়ো করেই যান।  কিন্তু সোমবার সকালে রাস্তায় থাকা কর্মব্যস্ত মানুষ কিছু সময়ের জন্য হলেও থমকে দাঁড়িয়েছিলেন ঈশ্বরের মহিমান্বিত হাতটি দেখার জন্য।

ব্লগার পেকো শুধু মুগ্ধ হয়ে তাকিয়েই ছিলেন না, বিশ্বের মানুষ যাতে এই মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে পারে তাই নিজের ক্যামেরা দিয়ে কয়েকটি ছবি তুলে রাখেন।

পরে তার নিজের ব্লগে সেই ছবি পোস্ট করেন।  ব্লগে এ ছবি দেয়ার পর অনেকেই দৃশ্যটির সঙ্গে হলিউডের জনপ্রিয় মুভি ফ্যান্টাস্টিক ফোরের একটি দৃশ্যের তুলনা করেন।  অবশ্য তুলনাকারীরা এটাও বলেছেন, সিনেমার দৃশ্যের তুলনায় প্রকৃতির এ দৃশ্যায়ন অনেক বেশি রোমাঞ্ছকর, যা যেকোনো মানুষকে ভাবিয়ে তুলবে।  ভাবিয়ে তুলুক আর যা-ই হোক- তার তোলা ছবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে