বুধবার, ২৪ মে, ২০২৩, ০১:১৪:২১

আসলেই কি স্বপ্নে কাঁদতে দেখলে জীবনে বিপদ আসে? জানুন

আসলেই কি স্বপ্নে কাঁদতে দেখলে জীবনে বিপদ আসে? জানুন

এক্সক্লুসিভ ডেস্ক : ঘুমের মধ্যে কত রকমের স্বপ্ন দেখি আমরা। কিছু স্বপ্ন হয় আনন্দের। আবার কিছু হয় কষ্টের। এমন কি কখনও হয়েছে যে স্বপ্নে খুব দুঃখের কিছু দেখে কেঁদে উঠেছেন?

কেবল আপনি নয়, অনেকেই ঘুমে নিজেকে কাঁদতে দেখেন। এমনটা হলে বেশিরভাগ মানুষ হুড়মুড়িয়ে উঠে বসেন। রীতিমত ভয় পেয়ে যান। ভাবেন এই বুঝি জীবনে খারাপ কিছু হতে যাচ্ছে। তারই ইঙ্গিত এটি। আসলেই কি স্বপ্নে কাঁদতে দেখলে জীবনে বিপদ আসে?

নিউ ইয়র্কের মনোবিদ মাইকেল লেনক্সের মতে, স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা মোটেই খারাপ নয়। এই মনোবিদ মনে করেন, মানুষের চোখ দেখেই তার ভেতরের আত্মা সম্পর্কে আন্দাজ করা যায়। তিনি চোখকে ‘আত্মার জানলা’ বলে মনে করেন।

লেনক্স বলেন, ঘুমানোর সময় মানুষের অবচেতন মন বেরিয়ে পড়ে। তাই ঘুমের মধ্যে কাঁদা মানে আত্মার শোধন হওয়া।

পানিকে আবেগের প্রতীক ধরা হয়। সেই আবেগই চোখের পানির মাধ্যমে বেরিয়ে আসে। ঘুমের মধ্যে কাঁদার অর্থ হলো, অবচেতন মনের গভীরে থাকা আবেগ বেরিয়ে পড়া। আর এই চোখের পানির মাধ্যমেই নিজের মধ্যে থাকা নেতিবাচক আবেগ থেকে মুক্তি পাওয়া যায়।

লেনক্সের মতে, যারা বহুদিন ধরেই কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন, তারা স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার পরে সেসব মানসিক সমস্যা থেকে অনেকটা মুক্ত বলে মনে করেন।

আরও সহজ ভাবে বলতে গেলে, অনেকসময় এমন হয় যে আমরা কারো আচরণে বা কোনো কাজে কষ্ট পাই। এই দুঃখ কাউকে হয়তো বলাও যায় না। স্বপ্নে কাদার মাধ্যমে সেই দুঃখ অনেকটাই দূর হয়ে যায়।

এবার থেকে স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে ভয় পাবেন না। বরং এই ভেবে স্বস্তি পাবেন যে বহুদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আপনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে