শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৯:২০:৫৩

জেনে নিন, বিশ্বের ৫০ ধনীর তালিকায় এবার কারা?

জেনে নিন, বিশ্বের ৫০ ধনীর তালিকায় এবার কারা?

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের ৫০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ হলো। তবে এই ৫০ জন ধনীর মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ৪৬ হাজার কোটি ডলার। এবারও সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন বিল গেটস। সম্প্রতি বিজনেস ইনসাইডারে প্রকাশিত বিশ্বের প্রথম ৫০ ধনীর তালিকা থেকে এই তথ্য প্রকাশ পেয়েছে। তালিকায় ২৯ জন আমেরিকান, চার জন চীনের পাশাপাশি রয়েছেন তিন জন ভারতীয়। সেই তালিকা থেকে বাছাই কৃত ১০ জনকে নিয়ে আজকের আলোচনা। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বিল গেটস : তালিকার শীর্ষে মাইক্রোসফট কর্ণধার বিল গেটস। প্রায় ৪০ বছর আগে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তিনি। ৬০ বছরের এই মার্কিন ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৮৭.৪ বিলিয়ন ডলার।

আমানসিও অর্তেগা : স্পেনের আমানসিও তালিকার দু’নম্বরে। তার মোট সম্পদের পরিমাণ ৬৬.৮ বিলিয়ন ডলার।

ওয়ারেন বাফে : তালিকার তিন নম্বরে রয়েছেন আর এক মার্কিন ধনকুবের ওয়ারেন বাফে। বার্কশায়ার হ্যাথাওয়ের ৮৫ বছরের সিইও-র মোট সম্পদের পরিমাণ ৬০.৭ বিলিয়ন ডলার।

মার্ক জুকারবার্গ : আট নম্বরে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক। মাত্র ১৯ বছর বয়সে ফেসবুকের প্রতিষ্ঠা করেন তিনি। ৩১ বছর বয়সী এক মার্কিনের মোট সম্পদ ৪২.৮ বিলিয়ন ডলার।

অ্যালিস ওয়াল্টন : বিশ্বের ধনীতম মহিলা ওয়ালমার্টের অন্যতম মালিক অ্যালিস ওয়াল্টন। ৬৬ বছরের অ্যালিসের মোট সম্পদ ৩৩.২ বিলিয়ন ডলার।

লিলিয়ান বেটেনকোর্ট : ল’রিয়েলের মালিক ৯৩ বছরের বেটেনকোর্ট তালিকায় থাকা মহিলাদের মধ্যে তিনি দু’নম্বরে। মোট সম্পদের পরিমাণ ২৯ বিলিয়ন ডলার।

মুকেশ অম্বানী : ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি। বিশ্বের ২৭তম মুকেশের মোট সম্পদের পরিমাণ ২৪.৮ বিলিয়ন ডলার।

মাইকেল ডেল : ১৮.৯ বিলিয়ন ডলারের সম্পদের মোট পরিমাণ নিয়ে ৩৬ নম্বরে ডেল-এর প্রতিষ্ঠাতা এই আমেরিকান।

আজিম প্রেমজী : বিশ্বের ৪৩তম ধনী উইপ্রোর নতুন সিইও আজিম প্রেমজী। মোট সম্পদের পরিমাণ ১৬.৫ বিলিয়ন ডলার।

দিলীপ সাংভি : তৃতীয় ভারতীয় হিসাবে ৪৪ নম্বরে সান ফার্মাসিউটিক্যালসের কর্ণধার দিলীপ। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক দিলীপ সাংভির মোট সম্পদের পরিমাণ ১৬.৪ বিলিয়ন ডলার।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে