এক্সক্লুসিভ ডেস্ক: সত্যিই তো এভাবে তো কখনও ভেবে দেখিনি। মানুষ প্রেমে পড়লে কিংবা প্রেমের পরে ভালবাসার মানুষকে গোলাপ ছাড়া অন্য ফুল খুব বেশি একটা দেয় না। এর কারণটা কি?
আসলে পুষ্পবিদ্যায় ভিক্টোরীয়ানরা ভালোবাসার ভাষা প্রকাশক হিসেবে ফুলকে ব্যাখ্যা করেন। আর লাল গোলাপ আবেগ এবং ভালোবাসার রোমান্টিক মুহুর্ত এবং হলুদ গোলাপ কারও প্রতি ভক্তি ও বন্ধুত্ব প্রকাশ করে থাকে।
ভালোবাসার সম্পর্কগুলোতে লাল গোলাপ উপহার দেয়ার একটি মূল কারণ হল এর গন্ধ। যদিও বর্তমানের চাষ করা গোলাপগুলোতে গন্ধ বলতে কিছুই থাকে না তারপরও বহুকাল আগে থেকে প্রচলিত এই লাল গোলাপ প্রিয় মানুষটিকে উপহার দেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছে। এর সুমধুর গন্ধ একজনকে সহজেই আকৃষ্ট করে। তাছাড়া এটি অন্যান্য সব গোলাপের চেয়ে দেখতে অনেক বেশি সুন্দরও।
তবে এর পেছনে একটি রুপকথার গল্পও জড়িত। একটি কবুতর প্রতিনিয়তই একটি সাদা গোলাপকে তার ভালোবাসার প্রস্তাবটি দিয়ে আসে। কিন্তু কিছুতেই তার ভালোবাসা সাদা গোলাপ গ্রহণ করে না। একসময় বিরক্ত হয়ে সাদা গোলাপ কবুতরকে বলে যে সেদিন আমি লাল বর্ণ ধারণ করবো একমাত্র সেদিনই তোমার ভালোবাসা গ্রহণ করব। এই কথা শুনে কবুতর তার ডানা কাটা রক্ত দিয়ে সাদা গোলাপকে লাল করে দিল এবং তার সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিল। যখন সাদা গোলাপ তার ভুল বুঝতে পেরে কবুতরের ভালোবাসা গ্রহণ করতে চাইলো ততক্ষণে কবুতর মারা গিয়েছিল। এই গল্পটি থেকেও লাল গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।