সোমবার, ২৯ মে, ২০২৩, ০৮:১২:০৬

চুল পড়া ও খুশকি দূর করার ঘরোয়া উপায়!

 চুল পড়া ও খুশকি দূর করার ঘরোয়া উপায়!

এক্সক্লুসিভ ডেস্ক: রুক্ষ চুল নরম করতে ঘরে তৈরি কয়েকটি প্যাকের সাহায্য নিয়ে পারেন। এছাড়া ডগা ভেঙে যাওয়া, চুল পড়া ও খুশকির মতো সমস্যাগুলোরও সমাধান মিলবে এগুলো নিয়মিত ব্যবহার করতে পারলে। জেনে নিন কীভাবে হেয়ার প্যাক বানাবেন।

১। টক দই ও নারিকেল তেল সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এটি কন্ডিশনারের কাজ করবে।

২। ডিম ফেটিয়ে মিশিয়ে নিন ক্যাস্টর অয়েল। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।

৩। একটি পাত্রে অলিভ অয়েল, লেবুর রস ও নারিকেলের দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে নিন ভালো করে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৪। সমপরিমাণ মেয়োনিজ ও দই মিশিয়ে নিন। মিশ্রণে একটি ডিম ফেটিয়ে মেশান। চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিটের জন্য। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫। অ্যালোভেরা জেলের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। আরও পড়ুন: নাটকীয়তার পর চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু

৬। একটি পাকা কলা চটকে দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

৭। ডিম ফেটিয়ে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। তথ্য: টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে