শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৮:৩০:০১

একটি বিরল ঘটনা

একটি বিরল ঘটনা

এক্সক্লুসিভ ডেস্ক : হরিণের মরদেহ খাওয়ার কাজে ব্যস্ত একটি সোনালী ঈগলের দৃশ্য ভিডিও করার জন্য বিবিসির উইন্টারওয়াচ টিমকে দুই বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সেই দৃশ্য ধারণ করতে সক্ষম হল বিবিসির উইন্টারওয়াচ টিম।

হরিণের মরদেহ নিয়ে এক ক্ষুধার্ত শিয়াল আর একটি সোনালী ঈগলের লড়াইয়ের বিরল দৃশ্য রেকর্ড করেছে বিবিসি। স্কটল্যান্ডের তুষারাবৃত্ত ট্রসাস ন্যাচারাল পার্কে ভিডিওটি ধারণ করা হয়।

এতে দেখা যায়, ঈগলটি যখন মৃত হরিণটিকে খাচ্ছিল তখন সেখানে হানা দেয় শিয়ালটি।

তবে সোনালী ঈগলটি হার মানার পাত্র নয়। ভয়ে উড়ে যাবার বদলে সে তা ধারালো নখর এবং বিশাল পাখা দিয়ে শিয়ালটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

আর শিয়ালটি তার দাঁত দেখিয়ে ঈগলটিকে ভয় দেখানোর চেষ্টা করছে।

এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতেছে তা প্রকাশ করেনি বিবিসি। আজ উইন্টারওয়াচ অনুষ্ঠানে লড়াইয়ের ফল জানা যাবে।

অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস পেকহ্যাম একে একটি ‘অসাধারণক রেকর্ডিং’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলছেন, একজীবনে এমন দৃশ্য বড়জোর একবারই দেখা যায়।
৩০ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে