শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৭:২২

পুরুষ নয়, পরকীয়া প্রেমে এগিয়ে নারীরাই!

পুরুষ নয়, পরকীয়া প্রেমে এগিয়ে নারীরাই!

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের আলোতি একটি ডেটিং সাইট হচ্ছে ‘অ্যাশলে ম্যাডিসন’। নির্দ্বিধায় প্রেম করার উপযুক্ত একটি সাইট এটি। এখানে যারা সদস্য, তাদের অধিকাংশই নারী বা পুরুষরাই বিবাহিত। এই সাইটটিতে এতটাই সদস্য রয়েছেন যে, তার সংখ্যা জেনে অনেকেরই চোখ চরকগাছ।

এদিকে এই সাইটে থাকা সদস্যদের উপর একটি জরিপ চলানো হয়েছে সম্প্রতি। যে জরিপে উঠেছে হতবাক হওয়ার মতই চাঞ্চল্যকর কথ্য! যা শুনে রীতিমতো আপনিও থ খাবেন।

সম্প্রতি পরকীয়ার উপর এই সাইট জরিপ চালিয়ে জানতে পেরেছে ৬১ শতাংশ ভারতীয় পুরুষ পরকীয়াকে ‘পাপ’ বলে মনে করেন না। একই ভাবে এর থেকেও বেশ কয়েক কদম এগিয়ে ৭৬ শতাংশ ভারতীয় মহিলা বলেছেন, তাদের কাছে পরকীয়া ‘পাপ’ নয়!

ওই সাইটে থাকা সদস্যদের মধ্যে ৭৫ হাজারের বেশি মানুষের উপরে জরিপ চালানো হয়েছিলো। তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি ছিলেন বিবাহিত।

এরমধ্যে ৮১ শতাংশ পুরুষ স্বীকার করে বলেছেন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক তাদের বৈবাহিক জীবনে প্রভাব ফেলেছে। পক্ষান্তরে মাত্র ৬৮ শতাংশ মহিলা বলেছেন, তাদের বৈবাহিক জীবনে পরকীয়ার প্রভাব পড়েছে।

অ্যাশলে ম্যাডিসন সূত্রে খবর, ২০১৪ সালে ভারতে সাইট লঞ্চ করার পরে বিবাহিত মহিলা সদস্যের সংখ্যা ছিল রীতিমতো নজরে পড়ার মতো। যা প্রতি মুহুর্তেই বৃদ্ধি পাচ্ছে।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে