মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩, ০৬:০৮:৩৯

স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারে না? জেনে নিন

স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারে না? জেনে নিন

এক্সক্লুসিভ ডেস্ক: প্রার্থীরা যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টার ভিউয়ারদের মুখোমুখি হন তাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। অনেক সময় তারা সহজ প্রশ্নেরও উত্তর দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। 

এদিকে তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন যা শুনে কঠিন মনে হলেও, উত্তর ততটাই সহজ। এবার তেমনই কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

১) প্রশ্ন: কোন শব্দকে আমরা লিখতে পারি, কিন্তু পড়তে পারি না? উত্তর: আপনি যে ভাষা জানেন না, দেখে দেখে লিখতে পারবেন কিন্তু যেটা লিখলেন সেটা পড়তে পারবেন না।

২) প্রশ্ন: ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি? উত্তর: ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হল বরিবন্দর, যা আজ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে পরিচিত। ৩) প্রশ্ন: একটা হাতির বাচ্চা তার মায়ের পেটে কতদিন থাকে? উত্তর: ৬৪৫ দিন।

৪) ভারতের প্রথম বিমানবন্দর কোনটি? উত্তর: ভারতের প্রথম বিমানবন্দর ১৯১৯ সালে এলাহাবাদে নির্মিত হয়েছিল। এটি দেশের প্রথম বিমানবন্দর। ৫) প্রশ্ন: স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারে না? উত্তর: স্বপ্ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে