মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪২:২৬

গোমূত্রেই সাফ হবে রাজস্থানের হাসপাতাল !

গোমূত্রেই সাফ হবে রাজস্থানের হাসপাতাল !

এক্সক্লুসিভ ডেস্ক : স্কুলের পাঠ্যবই থেকে বিদেশি নায়কদের ইতিহাস মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে রাজস্থানের গেরুয়া সরকার। এবার তাদের নয়া ফতোয়া, রাজস্থানের সরকারি হাসপাতাল পরিষ্কার করার জন্য ব্যবহার করতে হবে গোমূত্র। হ্যাঁ, রাজস্থানের সরকারি হাসপাতাল ধোয়া-মোছা হবে গরুর প্রস্রাব দিয়ে।

রাজস্থান সরকারকে এই প্রস্তাবটি দিয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। তার বক্তব্য ছিল, গোমূত্রে কোনও ক্ষতিকারক রাসায়নিক থাকে না। আর সাফাইয়ের কাজে গোমূত্র ব্যবহার করলে গরু আরও গুরুত্বও পাবে। কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাব সাদরে গ্রহণ করেছে রাজস্থান সরকার।

দিল্লিতে অফিসাররাও ফিনাইলের বদলে গোরুর মূত্র দিয়ে তৈরি 'গাওনাইল' তৈরির উদ্যোগ নেওয়া শুরু করে দিয়েছে। 'গাওনাইল'-এ সুগন্ধের জন্য মেশানো হচ্ছে নিম ও পাইনের নির্যাস। রাজস্থানের সোয়াই মান সিং হাসপাতালে ইতোমধ্যেই চালু হয়ে গিয়েছে গোমূত্র দিয়ে সাফাই।

গোমূত্র দিয়ে হাসপাতাল ধোয়া-মোছার সরকারি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্কও।-টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে