শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১০:১৩:৪৮

২৭ বছরে জীবনসঙ্গি পায় তরুণরা, তরুণীরা পায় কততে?

২৭ বছরে জীবনসঙ্গি পায় তরুণরা, তরুণীরা পায় কততে?

এক্সক্লুসিভ ডেস্ক : ব্রিটিশের একটি গবেষণায় জানা গেছে, অধিকাংশ তরুণই তাদের জীবনসঙ্গিনী খুঁজে পেয়ে থাকেন ২৭ বছর বয়সে। তাহলে তরুণীরা কত বছর বয়সে পেয়ে থাকেন তাদের জন্য উপযুক্ত সঙ্গি?

ডেটিং ওয়েবসাইট ম্যাচ ডট কম সংশ্লিষ্ট ওই গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে বয়সটা আরেকটু কম। তারা ২৫ বছর বয়সে তাদের জীবনসঙ্গীর দেখা পান।

২ হাজার নারী-পুরুষের সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়। এতে বলা হয়, সম্পর্কের শুরুটা একই ধাঁচের হয়ে থাকে। প্রথম ডেটিংয়ে জুটিরা একে অপরের সাথে স্বাভাবিক ঘনিষ্ঠ হয়। এর পর এক বা দুই সপ্তাহের মধ্যে তারা সম্পর্কের অতলে তলিয়ে যান। দুজনের মেলামেশার মধ্যে একে অপরকে ভালোবাসি বলতে ৫ মাসের মতো সময় নেন তারা। তারপর এক মাসের মধ্যেই প্রথম বিতর্কের সম্মুখীন হন।
   
সাধারণত প্রথম দুই বছর চুটিয়ে প্রেম করেন সবাই। সম্পর্ক টিকে গেলে দুই বছর পরই তারা ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকেন। এ বিয়ে সুখের সংসার প্রদান করলে তিন-চার বছর পরই সন্তান চলে আসে।

বিশেষজ্ঞ কেট টেইলর বলেন, সম্পর্ক আসলে তার নিজস্ব ধারায় এগোতে থাকে। যারা ডেটিং করেন, তারা নিজের জীবনের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে শেয়ার করতে থাকেন। নিজের জীবনের ঘটনা আদান-প্রদানের মাধ্যমে তারা একে অপর সম্পর্কে ধারণা নেন।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে