বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩, ১১:৪৯:২৪

আপনি কী দাঁড়িয়ে প্রস্রাব করেন? হবে এই মারাত্মক অসুখ!

আপনি কী দাঁড়িয়ে প্রস্রাব করেন? হবে এই মারাত্মক অসুখ!

এমটিনিউজ২৪ ডেস্ক : এটি অনেকের কাছে বিব্রতকর মনে হতে পারে, তবে একজন সিনিয়র ব্রিটিশ ইউরোলজিস্টের মতে, প্রস্রাব করার সঠিক উপায়টি দাঁড়িয়ে নয়, বরং টয়লেটে বসে। 

অথচ, হাজার বছর আগেই ইসলাম ধর্মে দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে। দাঁড়িয়ে প্রস্রাব না করার জন্য রাসুল (স.) সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তার হাদিসে। ফিকহের পরিভাষায় দাঁড়িয়ে প্রস্রাব করাকে মাকরূহে তাহরিমি বলে অভিহিত করা হয়েছে।

ইংল্যান্ডের চেশায়ারের আলেকজান্দ্রা হাসপাতালের ইউরোলজিক্যাল সার্জন জেরাল্ড কলিন্স, পুরুষদের প্রস্রাবের অভ্যাসের উপর ইউগভ জরিপের পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সাথে একটি সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন। 

জরিপটি বিশ্বের ১৩টি বিভিন্ন দেশের ৭ হাজার জনেরও বেশি পুরুষের উপরে করা হয়েছে। আশ্চর্যজনকভাবে, তাদের অধিকাংশই বলেছে যে, তারা নিজেদের উপশম করার সময় এবং তাদের মূত্রাশয় খালি করার সময় দাঁড়িয়ে থাকে।

কিন্তু জরিপে উন্মোচিত কিছু সাংস্কৃতিক পার্থক্য ছিল। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, ৪০ শতাংশ জার্মান পুরুষ বলেছেন যে, তারা বসে প্রস্রাব করেন, একই কাজ করেন মাত্র ১০ শতাংশ আমেরিকান পুরুষ। ‘বসা সম্ভবত এটি করার সবচেয়ে কার্যকর উপায়,’ কলিন্স দ্য টেলিগ্রাফকে বলেছেন। এর কারণ বসা অবস্থায়, পেলভিক পেশী এবং মেরুদ- শিথিল হয়, যা প্রস্রাব করা সহজ করে এবং আপনাকে মূত্রাশয় সম্পূর্ণরূপে খালি করতে সহায়তা করে।

এটি বয়স্ক পুরুষদের জন্য প্রস্রাব করা খুব সহজ করে তোলে। কারণ বয়সের সাথে প্রস্টেটের সমস্যাগুলো বাড়ার আশঙ্কা থাকে, বিশেষ করে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার মতো সমস্যা। 

৮০ বছর বা তার বেশি বয়সী ৮০ শতাংশ পুরুষই এ সমসায় ভোগেন, ৬০ বা তার বেশি বয়সে ভোগের ৭০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ পুরুষ ৫০ থেকে ৬০ বছরের মধ্যেই এ ধরণের সমস্যায় ভোগা শুরু করেন। এটি ঘটে যখন প্রোস্টেট এবং পার্শ্ববর্তী টিস্যু প্রসারিত হয়, যা মূত্রনালী বন্ধ করে দেয়। সূত্র : জেরুসালেম পোস্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে