শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১১:১০:২৮

ফেসবুকে নজরদারি, সাবধান

ফেসবুকে নজরদারি, সাবধান

এক্সক্লুসিভ ডেস্ক: তথ্য-প্রযুক্তির বিস্ফোরণের যুগে এখন মানুষের হাতে হাতে ট্যাব-স্মার্টফোন। তবে প্রযুক্তির ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ দিকও রয়েছে। অনেকেই ফেসবুকে অনলাইন থাকা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু আপনি কি জানেন, প্রতি দিন ফেসবুক থেকে অজান্তেই আপনার অনেক ব্যক্তিগত তথ্য পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন বিপণন সংস্থার কাছে?

অবাক হচ্ছেন তাই তো! ফেসবুকে আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। যা প্রতি দিন ব্যবহার করতে হয় না। হয়তো কোনও বন্ধুর পেজ-এ একটি অ্যাপ দেখে ভালো লাগল। তারপর আপনিও তা ব্যবহার করলেন।

এভাবে অজান্তেই তা আপনার অ্যাপের তালিকায় জায়গা করে নিল। এই অবাঞ্ছিত অ্যাপই আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস করে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার কাছে। তার বিনিময়ে তারা মোটা টাকা রোজগার করে।- এই সময়
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে