মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৪:২০

বিশ্বের সবচেয়ে বড় দানবীয় একটি জিলাপি!

বিশ্বের সবচেয়ে বড় দানবীয় একটি জিলাপি!

এক্সক্লুসিভ ডেস্ক : অনেক মানুষেরই পছন্দের মিষ্টান্ন ‘জিলাপি’।  গরম গরম জিলাপির স্বাদই যেন আলাদা।  দেখলেই অনেকের মুখে লালা চলে আসে। সেই লোভনীয় জিলাপি দিয়েই গিনেস বুকে নাম লেখাতে চলেছে ভারতের একটি রেস্টুরেন্ট।

দেশটির মুম্বাইয়ে অবস্থিত ‘সংস্কৃত রেস্টুরেন্ট’ সম্প্রতি তৈরি করেছে ১৮ কেজি ওজনের দানবীয় এক জিলাপি।  এটি তৈরি করতে ১২ জন কর্মীর ৪ ঘণ্টা সময় লেগেছে বলে জানা গেছে।

তবে জিলাপি প্রস্তুতের প্রশিক্ষণেই বেশি সময় ব্যয় হয়েছে জানিয়ে সংস্কৃত রেস্টুরেন্টের প্রধান শেফ গৌরব চতুর্বেদি জানান, তার কর্মীরা প্রতিদিন ২০ ঘণ্টা করে টানা একশ’ দিন প্রশিক্ষণ নিয়েছে।

তিনি বলেন, নতুন প্রস্তুত জিলাপিটির ব্যাস ৯ ফুট।  এর আগের রেকর্ডধারী জিলাপিটির ব্যাস ছিল ৮ দশমিক ২ ফুট।  প্রশিক্ষণ পর্ব থেকে শুরু করে জিলাপি প্রস্তুত পর্যন্ত মোট এক হাজার লিটার সুগার সিরাপ ও তিন হাজার পাঁচশ কেজি ঘি খরচ হয়।  তথ্যসূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে