শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০২:০৮:৪৭

এবার গাড়ির দামে বিমান কিনতে পারবেন আপনিও

এবার গাড়ির দামে বিমান কিনতে পারবেন আপনিও

এক্সক্লুসিভ ডেস্ক : বিমান কিনবেন! এ কি চাট্টেখানি কথা! তারপরও ভাবুন তো একবার, গাড়ির দামে যদি একটি বিমান কিনতে পারেন আপনি! তবে কেমন হবে?

ভাবছেন যত্তসব ফালতু কথা? না এমন ভাববেন না। এবার সত্যিই আপনি চাইলেই গাড়ির দামে একটি আস্ত বিমান কিনতে পারবেন। এখনও বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন, বিস্তারিত খুলেই বলি।

যেমন ধরুণ, বর্তমান বিশ্বে ভালো একটি গাড়ি কিনতে গেলেও কয়েক কোটি টাকা দরকার হয়। মোটামুটি মানের একটি গাড়ি আজকাল কিনতে হলেও ৭ থেকে ৮ কোটি টাকার দরকার হয়। এর থেকেও দামী গাড়ি কিন্তু আছে বিশ্বে। যা বিলাসবহুল।

আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখেই তৈরি করা হয় ওইসব বিলাস বহুল গাড়ি। আর এখন একই চিন্তা মাথায় রেখে বিমান তৈরি করেছে কোবাল্ট নামে বিমান উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। যার মডেল কোবাল্ট কো ৫০ ভল্কারি।

জানা গেছে, গত ১২ নভেম্বর ওই প্রতিষ্ঠান এই বিমানটি প্রদর্শন করে। এটি সিঙ্গেল পিস্টন ইঞ্জিনে চলা সবচেয়ে দ্রুতগতির বিমান। এই বিমানটিতে এক উড্ডয়নে ২৬০ নটস ভ্রমণ করা যাবে।

বিমানটির ইঞ্জিন রয়েছে পেছনে। যে কারণে বিমানটির আরোহীরা আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন। এতে রয়েছে বড় আকারের ক্যানপি যা দিয়ে আরোহীরা ৩২০ ডিগ্রি অ্যাঙ্গেলে আকাশ দেখতে পারবেন।

ক্যালিফোর্নিয়ায় নির্মিত এই বিমানটি বেশ নতুনত্ব রয়েছে এর যুগোপযোগী ডিজাইনের কারণে। ইন্টেরিয়রের সিটগুলো হাতে সেলাইকৃত চামড়া দিয়ে তৈরি। আবার আরামদায়ক সিটের সঙ্গে ড্যাশবোর্ডে রয়েছে আইপ্যাড রাখার ডক।

পুরো পরিবার নিয়ে ঘুরে আসতে পারবেন এই ব্যক্তিগত বিমানে চড়ে। কারণ পাইলট ছাড়াও ৪টি আসন রয়েছে বিমানটিতে। ব্যক্তিগত এই বিমানটির মূল্য সাড়ে ৭ লাখ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এর মূল্ দাঁড়াচ্ছে মাত্র ৬ কোটি টাকার মতো!
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে