শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৪:০৯:৫৩

ফেজবুকে নজরদারি এড়াবেন যেভাবে

ফেজবুকে নজরদারি এড়াবেন যেভাবে

এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুকে আপনাকে নজরদারী করা হচ্ছে। যা আপনার নিজেরই অজান্তে। আর এসব নজদারী চালাচ্ছে বিছি বিছু বিপণনকারী প্রতিষ্ঠান।

এমন নজরদারীর ফেলে আপনার ব্যাক্তিগত তথ্য কন্তিু পৌঁছে যাচ্ছে তাদের কাছে! এ খবর কি জানা আছে আপনার? যদি জানা থেকে থাকে তাহলে ভালো। তবে এর থেকে পরিত্রাণের কি উপায়! সে ব্যাপারে জানা আছে কি?

এগুলো খুবই সোজা। আপনি চাইলে এসব প্রতিষ্ঠানকে ফেসবুকে ব্লক করে রাখতে পারেন। এতে করে আপনার অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে। থাকবেন আপনি শঙ্কামুক্ত।

আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুকে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। যা প্রতি দিন ব্যবহার করতে হয় না। হয়তো কোনও বন্ধুর পেজ-এ একটি অ্যাপ দেখে ভালো লাগল আপনিও তা ব্যবহার করলেন অার তখনই নিজের অজান্তেই তা আপনার অ্যাপের তালিকায় জায়গা করে নিল।

এই অবাঞ্ছিত অ্যাপই আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস করে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার কাছে। তার বিনিময়ে তারা মোটা টাকা রোজগার করে।

তাহলে আর দেরী কেন? আজই ব্লক করুন এসব অ্যাপ। আর সুরক্ষিত থাকুন আপনি। দেখে নিন তবে এই অ্যাপব কিভাবে ব্লক করে রাখবেন।

১) প্রথমে সেটিংসে ক্লিক করুন। ২) বাঁ দিকের তালিকা থেকে Apps-এ ক্লিক করুন। ৩) একদম নীচে পুরো অ্যাপসের তালিকাটি খুলে নিন।

৪) যে অ্যাপটি আপনি রাখতে চান না, তা সঙ্গে সঙ্গে ডিলিট করুন। মনে রাখবেন, এর বেশিরভাগ অ্যাপটি আপনার পোস্ট সাধারণত 'পাবলিক' পোস্ট করে থাকে। তা ছাড়া আপনার ফ্রেন্ডলিস্ট, আপনার ব্যক্তিগত তথ্যও এই সব অ্যাপ দেখতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারে।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে