শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৫:৪৯:৩৯

মঙ্গল থেকে সেলফি পাঠাল নাসার মঙ্গলযান

মঙ্গল থেকে সেলফি পাঠাল নাসার মঙ্গলযান

এক্সক্লুসিভ ডেস্ক : মঙ্গল থেকে একের পর এক ছবি পাঠিয়ে বারবার তাক লাগিয়ে দিয়েছে নাসার কিউরিওসিটি। কিন্তু পৃথিবী যখন সেলফি জ্বরে আক্রান্ত তখন মঙ্গলেই বা বাদ যায় কেন। তাই এবার মঙ্গলের মাটি নয়। নিজের সেলফি তুলে পৃথিবীতে পাঠাল কিউরিওসিটি।

সম্প্রতি এই মঙ্গলযানের পাঠানো ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলের ঘন বালিয়াড়ির পাশে বসানো রয়েছে কিউরিওসিটির মোবাইল ল্যাবরেটরি। কিউরিওসিটির প্রান্তে লাগানো হ্যান্ড লেন্স ইমেজার দিয়ে মোট ৫৭ টি ছবি তুলে পাঠিয়েছে এই মঙ্গলযান। তার মধ্যে রয়েছে যন্ত্রটির এই ছবি। গত দু'মাস ধরে মঙ্গলের এই বালিয়াড়ি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই যন্ত্রটি। কিভাবে এখানে হাওয়া বালির উপর দিয়ে যায় ও বালিকনাগুলোকে সরিয়ে দেয়, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

গবেষণা চলাকালীন মূল যন্ত্রটি আশা অনুযায়ি কাজ করেনি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নির্দেশ অনুযায়ী সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি খতিয়ে দেখা হয়। বালির অবস্থান খতিয়ে দেখার জন্য একই জায়গায় বারবার ঘোরাফেরা করছে যন্ত্রটি। এরপর বাতাসের দিক ও তীব্রতা নির্ণয়ও করা হবে। এবার কিউরিওসিটি পাথরের কণা সংগ্রহ করবে বলে জানা যায়।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে