শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৪:১৫

জন্ম থেকেই হাত নেই, তবুও এঁকেছেন ৭০০ ছবি!

জন্ম থেকেই হাত নেই, তবুও এঁকেছেন ৭০০ ছবি!

এক্সক্লুসিভ ডেস্ক : জন্ম থেকেই হাত নেই, তবুও অবিরাম গতিতে আঁকাআঁকি তার।  ১৫ হাজার ঘণ্টা এঁকে সৃষ্টি করলেন ৭০০ ছবি।  'বিশ্ব শিল্পী' মারুইজ কেদজিয়ারস্কি।  

জিনিউজের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

১৬ বছর বয়স থেকে মারুইজ কেদজিয়ারস্কি উপলব্ধি করেছিলেন, এমন কিছু করে দেখিয়ে যাবেন, পৃথিবীতে এর আগে তার মত করে আর কেউ তা করতে পারেননি।

মেঘ কেন বৃষ্টি দেয়, জল কেন বাষ্প হয়, সন্তান কেন মাতৃ দুগ্ধের জন্য কাঁদে -এর আলাদা আলাদা বিজ্ঞান আছে, আছে মত, আছে ভাবনা।  মারুইজ কীভাবে ছবি আঁকেন এর কোনো বিজ্ঞান নেই।  

পেন্সিল দিয়ে সাদা পাতায় আঁচর কাটলে তা ছবি হয় না, পেন্সিল বোলাতে বোলাতে এমন এক সৃষ্টি মারুই করেন, যা কেবল ভাবনা আর ভাবনা।  ভাবতে পারেন বলেই সৃষ্টি করতে পারেন।

নিজের জীবনের ১৫ হাজার ঘণ্টা সময় দিয়েছেন পেন্সিল আর সাদা ক্যানভাসকে।  ৭ বছরে এঁকেছেন ৭০০ ছবি।  ২০১৩ সালে ভিয়েনাতে জিতেছেন বিশ্বশিল্পীর সম্মান।  মারুইজের শিল্পকর্মের নাম 'মারুইজ ড্রস'।

বার্লিন, লন্ডন, আমস্টারডাম, প্যারিস, বার্সেলোনা, ভেনিস, রোম, এথেন্সের রাস্তায় হাত নেই তবু ছবি আঁকেন এমন এক মানুষকে দেখেছেন অনেকেই। উনি পিকাসো নন, উনি লিওনার্দো দ্য ভিঞ্চিও নন।  

সালভাদর ডালিও নন।  ২৩ বছরের এই যুবক মারুইজ কেদজিয়ারস্কি। মানুষটা সম্পর্কে যত কথাই বলি তা খুবই কম।  মানুষটা যা আঁকেন তা ব্যক্ত করার কোনো ভাষা নেই। 

৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে