শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৯:০০:০০

বিমানে চড়ার দশটা মজার তথ্য, জানলে পড়তে হবে

বিমানে চড়ার দশটা মজার তথ্য, জানলে পড়তে হবে

এক্সক্লুসিভ ডেস্ক : জীবনে বিমানে বা উড়োজাহাজে চড়ার সখ কার না থাকে।  কারা ভাগ্যে হয় আবার কারো ভাগ্যে স্বপ্ন স্বপ্নই থেকে যায়।  তবে এখনো যাদের চড়ার সুযোগ হয়নি তাদের আফসোসটা থেকেই যাচ্ছে।  সে যাই হোক বিমান নিয়ে জেনে নিন দশটা মজার তথ্য।  এমন মজার তথ্য দিয়েছে জিনিউজ।

১) প্লেনে টেক অফ করার সময়টা সফরের সবচেয়ে বিপজ্জনক সময়। বিশ্বের বিশ্বের ভাগ বিমান দুর্ঘটনা হয়েছে বিমান ছাড়ার ৩ মিনিটের মধ্যে অথবা ল্যান্ডিং বা নামার ৯ মিনিটের মধ্যে।

২) আকাশে ভ্রমণ করলে গড়ে ৩ ঘণ্টার সফরে শরীর থেকে দেড় লিটার জল ব্যয় হয়।

৩) শিকাগোর ও'হ্যারে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি ৩৭ সেকেন্ড অন্তর প্লেন উঠানামা করে।

৪) সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতি বছর খাবারের জন্য ৭০ কোটি টাকা খরচ করে।  যার মধ্যে ১.৬ লাখ টাকা শুধু ওয়াইনের জন্য খরচ করে।

৫) ফুড পয়েজিনিংয়ের ভয়ে পাইলট আর কো-পাইলট কখনই প্লেনে একই খাবার খান না।

৬) প্লেন চালানোর টেকনোলজিতে পাইলটের বিশেষ দরকার হয় না।  শুধু টেকনোলজির মাধ্যমে বিশ্বের যে প্রান্তে চলতে পারে প্লেন।  কিন্তু মেশিন, কম্পিউটার বিগড়ে যাওয়ার ভয়ে পাইলট রাখতেই হয়।  

৭) প্লেনের 'এমার্জেন্সি ডোর' বা আপত্কালীন দরজা খুলে গেলে মহাবিপদ। আকাশের বরফ হাওয়া যাত্রীদের জমিয়ে মেরে ফেলবে, তারপর প্লেন তো হাওয়ার চাপে ভেঙে পড়বে।

৮) একই শিশু দুবার প্লেন দুর্ঘটনা থেকে বেঁচে যায়।  ২০০৩ সালে অস্কার নামের এক তিন বছরের শিশু বিমান দুর্ঘটনার মুখে পড়ে।  ভয়বাহ বিমান দুর্ঘটনা থেকে শিশুটি দৈবাত্‍ বেঁচে যায়।  তবে তার মা ও ভাইরা মারা যায়।  ৮ বছর পরই সেই শিশুটি বড় হয়ে বাবার সঙ্গে বাস্কেটবলের দলে খেলার জন্য প্লেনে ওঠে।  আলাস্কায় সেই প্লেন দুর্ঘটনার মুখে পড়ে।  মারা যায় ছেলেটির বাবা ও সত্‍ মা।  ছেলেটি ৬ মাস কোমায় থাকার পর বেঁচে ফেরে।

৯) বিমান দুর্ঘটনায় মরার সম্ভাবনা ১০০ কোটিতে একবার।  কিন্তু প্লেনে চড়ার ভয় বা আতঙ্ক খুবই সাধারণ একটা ফোবিয়া।

১০) প্লেনে যে এমার্জেন্সি অক্সিজেন মাস্ক দেয়া হয় তা চলে মাত্র ১৫ মিনিট।  যে কারণ এমার্জেন্সির সময় বিমানসেবিকার বলেন পনেরো মিনিটের মধ্যেই আমরা বিপদ কাটিয়ে উঠতে পারব।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে