মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৫:০৫

যে দেশের জনসংখ্যা মাত্র তিনজন

যে দেশের জনসংখ্যা মাত্র তিনজন

এক্সক্লুসিভ ডেস্ক : অবাক করা কথা, যে দেশের জনসংখ্যা মাত্র তিনজন। দেশটির নিজস্ব পতাকা, পাসপোর্ট, মুদ্রা সবই আছে।  পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ এটি।  দেশের রাজধানীও আছে।  রাজধানীর নাম এইচ এম ফোর্ট।  মুদ্রার নাম সিল্যান্ড ডলার।  দেশটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্রবন্দর।

জার্মান সেনারা যেকোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকেই ব্রিটিশ সেনা ইংল্যান্ড উপকূলে দুর্গ বানানোর পরিকল্পনা করে। ঊনিশশ' সাতষট্টি সালে ব্রিটিশ নাগরিক মেজর প্যাডজ রয় বেটস ও তার পরিবার এ দ্বীপের স্বত্বাধিকারী হন।

তারপর তারাই স্বাধীন মাইক্রো রাষ্ট্র ঘোষণা করেন।  পৃথিবীর কোন দেশ এখনো সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও তবে বিরোধিতা করেনি।  মজার কথা, দেশটিতে যে তিনজন বসবাস করেন তিনজনই বেটস পরিবারের সদস্য। তারাই দেশের রাজা, রানী ও রাজপুত্র।

দেশটির নাম প্রিন্সিপালিটি অব সিল্যান্ড।  সংক্ষেপে এটিকে সিল্যান্ড বলা হয়। ক্ষুদ্রতম দেশটির মোট আয়তন ৫৫০ স্কয়ার মিটার।  ইংল্যান্ডের উত্তর সাগরে রাষ্ট্রটির অবস্থান।  দেশটির রাজধানীর নাম HM Fort Roughs।  দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যানন্ড ডলার।  তবে দেশটির মুদ্রা বাইরের কোনো দেশে চলে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে