শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১০:০৫:২৮

যে ৫টি তথ্যের কারণে ভারতের কাছে হার মানে বিশ্ব

যে ৫টি তথ্যের কারণে ভারতের কাছে হার মানে বিশ্ব

এক্সক্লুসিভ ডেস্ক : গর্ব করার জন্য ভারত নামটাই যথেষ্ট, কোনো সূচনা নয়, একেবারে 'টু দ্য পয়েন্ট'।  এমন ৫ তথ্য, যা জেনে আপনি প্রবাসেই থাকুন আর ভারতের পাশের দেশেই থাকুন, গর্ব হবে এটা ভেবেই আপনি ভারতের পাশের দেশ, বন্ধু দেশ।  

বিশ্বের আর কোনো দেশ ভারতের নাগপাশ দিয়ে যেতে গেলে ১ বার নয়, হাজার বার ভাববে, এমন ৫ তথ্য, যা বিশ্বে নেই।  সরাসরি চ্যালেঞ্জ রইল- তথ্যগুলো জানুন আর ভাবুন-

'মোবাইল নেশন'

ভারতে যত সংখ্যক মানুষ ফোন ব্যবহার করে, সেই সংখ্যাটা আমেরিকার মোট জনসংখ্যার তিনগুণ।  ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৯২ কোটি ৪ লাখ।

'আংরেজি বাবুজ'

হিন্দি, বাংলা, অসমিয়া, মারাঠি, তেলেগুসহ মোট ১৬টি রাষ্ট্রীয় মর্যাদাপ্রাপ্ত ভাষায় ভারতের মানুষ কথা বলে।  আর তা ছাড়াও রয়েছে আন্তর্জাতিক ভাষা ইংরেজি।  আর ব্রিটিশদের ভাষায় ভারতে যত সংখ্যক মানুষ কথা বলে সেই সংখ্যাটা গ্রেট ব্রিটেনের মোট জনসংখ্যার ২ গুণ।  ভারতের ১০০ কোটি মানুষ ইংরেজি ভাষায় কথা বলতে পারেন।

'ইন্টারনেট দেশ'

অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ১০ গুণ মানুষ ভারতে ইন্টারনেট ব্যবহার করেন।

কত মুসলিম পাকিস্তানে থাকেন? আর কত ভারতে?

ভারতে যত সংখ্যক মুসলিম থাকেন তা পাকিস্তানে বসবাসকারী মুসলিম নাগরিকের মোট সংখ্যার একেবারে কাছাকাছি।  ২০১১-এর জনগণনা অনুযায়ী, ভারতে মুসলিম থাকেন ১৭ কোটি ৭ লাখ।  পাকিস্তানে মুসলিম নাগরিকের সংখ্যা ১৭ কোটি ৮ লাখ।

ভারত দেশ নয়, মহাদেশ! ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা ২৮।  ভারতে মোট রাজ্যের সংখ্যা ২৯।  সূত্র : জিনিউজ
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে