শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১০:১০:৩৬

আবিষ্কৃত হলো 'জিকা' ভাইরাসের প্রতিষেধক

আবিষ্কৃত হলো 'জিকা' ভাইরাসের প্রতিষেধক

এক্সক্লুসিভ ডেস্ক : এক দিকে 'জিকা' ভাইরাস যখন আতঙ্ক ছড়িয়েছে গোটা পৃথিবীতে, অন্য দিকে বিজ্ঞানীরাও তখন চেষ্টা চালাচ্ছেন এই সমস্যা থেকে মানুষকে মুক্ত করতে৷ সেই লক্ষ্যে জানা গেল, মশা যেমন এই 'জিকা' ভাইরাসের উৎস, এবার মশাই সারাবে এই রোগ৷

অন্ততপক্ষে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা৷ জিকা ভাইরাসের প্রতিষেধক হিসাবে এডিস মশার জিনকে ব্যবহার করার ইঙ্গিত দিচ্ছে অক্সিটেক নামের এক বৈজ্ঞানিক সংস্থা৷

অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে এক গবেষণা পদ্ধতিতে তারা আবিষ্কার করেছেন, এডিস মশার জিনে এক ধরনের প্রোটিন থাকে৷ এই প্রোটিনের নাম টেট্রাসাইক্লিন রিপ্রেসিবেল অ্যাক্টিভেটর ভ্যারিয়েন্ট৷ এই প্রোটিন নিজেই নিজের জিনকে ধ্বংস করার ক্ষমতা রাখে৷ অর্থাৎ এই প্রোটিনই নষ্ট করে দিতে পারে এডিস মশার বংশ৷ যা পরোক্ষ ভাবে জিকা ভাইরাস রোধ করতে সক্ষম৷
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে