সোমবার, ২৬ জুন, ২০২৩, ০৮:০৩:১৮

পাঁচটি জিনিস অবশ্যই পুরুষদের সঙ্গে রাখা উচিৎ

পাঁচটি জিনিস অবশ্যই পুরুষদের সঙ্গে রাখা উচিৎ

এক্সক্লুসিভ ডেস্ক : পুরুষদের জন্য শুধুমাত্র একটা চিরুনি আর বাকি সব মেয়েদের জন্য। এখন থেকে এই ধারণা থেকে বের হয়ে আসেন। যে কোনও সময়ে, যে কোনও অবস্থায় নিজেকে প্রেজেন্টেবল করে তোলার জন্য প্রস্তুত থাকাটা খুবই জরুরি। যা তাই পুরুষদের অত্যন্ত জরুরি এই পাঁচটি জিনিস কাছে রাখা জরুরি।

১। পারফিউম: নিজের মুড ভাল রাখতে সাহায্য করবে। ঘামের দুর্গন্ধ ও চ্যাটচ্যাটে ভাব দূর করে তরতাজা করে তুলবে আপনাকে।

২। গ্রুমিং কিট: একটা চিরুনি, ছোট আয়না আর ট্রিমার, গ্রুমিং কিটে এই তিনটে জিনিস অবশ্যই রাখুন।

৩। হেডফোন বা বই: যারা গান শুনতে ভালবাসেন, যাত্রাপথে গান শোনার জন্য রাখুন একটা হেডফোন। আর যদি পড়তে ভালবাসেন তাহলে রাখুন বই।

৪। জিমের জন্য স্যানিটাইজার স্প্রে: জিমে একই মেশিন একাধিক লোক ব্যবহার করেন। তা থেকে সংক্রমণ হওয়ার সম্ভানা থাকে। তাই ওয়ার্কআউট শুরু করার আগে জিম স্যানিটাইজার স্প্রে করুন মেশিনে।

৫। স্প্রে মিন্ট: কিছু কিছু খাবারে মুখে দুর্গন্ধ হয়ে থাকে। তাই ব্যাগে আপনার সবসময়ের সঙ্গী করে ফেলুন মিন্ট স্প্রে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে