মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ০৬:৩১:৫৩

জানেন শরীরের কোন অঙ্গ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বাড়ে না!

জানেন শরীরের কোন অঙ্গ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বাড়ে না!

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি যদি ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নেন তাহলে বিভিন্ন পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলিকেও মনে রাখার প্রয়োজন। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ জ্ঞান। এটি শুধু ইন্টারভিউ এর জন্যই নয়, আপনার নলেজ বাড়াতেও সাহায্য করে। তাই এই প্রতিবেদনে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ কোন প্রাণীটি দুধ ও ডিম উভয়ই দেয়? উত্তরঃ প্লাটিপাস। ২) প্রশ্নঃ মানবদেহের কোন অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়? উত্তরঃ চোখের ভ্রু।

৩) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে কোন দেশে? উত্তরঃ সর্বাধিক সংখ্যক পোস্ট অফিস রয়েছে ভারতে। ৪) প্রশ্নঃ কোন পাখিকে স্পর্শ করার সাথে সাথেই মারা যায়? উত্তরঃ টিটোনি নামক একটি পাখিকে স্পর্শ করলেই মারা যায়।

৫) প্রশ্নঃ কোন প্রাণীর মস্তিষ্ক তার শরীরের চেয়ে বড়? উত্তরঃ পিঁপড়ে। ৬) প্রশ্নঃ প্রতি বছর ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। এটি ভারতে প্রথম কত সালে চালু হয়? উত্তরঃ ১৯২৩ সালে।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের সর্বাধিক সংখ্যক গ্রাম রয়েছে? উত্তরঃ উত্তর প্রদেশ। ৮) প্রশ্নঃ সবজি খেলে রক্ত সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? উত্তরঃ বিটরুট। ৯) প্রশ্নঃ কোন দেশকে ‘লিটল ইন্ডিয়া’ বলা হয়? উত্তরঃ ফিজিকে।

১০) প্রশ্নঃ বিশ্বের প্রথম ঘড়ি তৈরি করে কোন দেশ? উত্তরঃ ইংল্যান্ড। ১১) প্রশ্নঃ কোন দেশে সাইকেলে অফিসে যাওয়ার জন্য বেশি বেতন পাওয়া যায়? উত্তরঃ নেদারল্যান্ডস। ১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয়? উত্তরঃ মেঘালয়।

১৩) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল? উত্তরঃ কলকাতায়। ১৪) প্রশ্নঃ কোন প্রাণী মানুষের চেয়েও বেশি গাছ লাগায়? উত্তরঃ কাঠবিড়ালি ১৫) প্রশ্নঃ আমাদের শরীরের এমন কোন অঙ্গ যা শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বাড়ে না? উত্তরঃ চোখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে