এক্সক্লুসিভ ডেস্ক: বয়স ইতিমধ্যেই আশি পেরিয়েছে। কিন্তু এই বয়সেও চোখে ঘুম নেই ভিয়েতনামের কুয়াং নাম প্রদেশের বাসিন্দা তাই নিয়প। জানা গিয়েছে, গত ৫০ বছর ধরে ঘুমোতে পারেননা তিনি।
রাতে বা দিনে কখনোই তার ঘুম আসে না। কখনও কখনও রাতের বেলা চাষ করেন, কখনও চুপ করে বসে থাকেন। মাঝে মধ্যে আবার বাগানের যত্ন নিতেও দেখা গিয়েছে নিয়পকে। কিন্তু যেই বয়সে বেশির ভাগ মানুষ ঘুমোতে বা বিশ্রাম নিতে পছন্দ করেন সেই বয়সে এসেও নিয়পের ঘুম নেই কেন?
তিনি জানান, ভিয়েতনামের যুদ্ধের সময় থেকেই তার চোখে ঘুম নেই। ৩১ বছর বয়সে একবার প্রবল জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিলেন নিয়প। সেই শেষ চোখ বন্ধ হয়েছিল তার। তারপর থেকে নাকি আর দুই চোখের পাতা এক করতে পারেননি তিনি। কিন্তু ৫০ বছর ধরে না ঘুমিয়েও সুস্থ আছেন তিনি।
প্রতিবেশীদের বক্তব্য এখনও পুরোপুরি কর্মঠ তিনি। তার এই না ঘুমোনের রহস্য কী সেটা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি বিজ্ঞানীরা। লোকচক্ষুর আড়ালে গিয়ে নিয়প ঘুমোন কিনা তাও দেখা হয়েছে। কিন্তু লাভের লাভ হয়নি। এমনকি ঘুমের ওষুধ খাইয়েও লাভ হয়নি কিছুই।