মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৯:০৮

আজব ঘুম প্রতিযোগিতা!

আজব ঘুম প্রতিযোগিতা!

এক্সক্লুসিভ ডেস্ক: পরীক্ষার চাপ কমাতে ছাত্র ছাত্রীরা কতরকম চেষ্টাই না করেন। কিন্তু এমন আজব চেষ্টা এই প্রথম।  দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের একটি দল পরীক্ষার বিষয়ে তাদের সহপাঠীদের উদ্বেগ কমাতে ঘুম প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সউলের একটি নারী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে তারা এই প্রতিযোগিতার আয়োজন করে।

এসময় তাদেরকে ঘুমানোর জন্যে কম্বল ও বালিশ দেয়া হয়। দিনের আলো যাতে ঘুম নষ্ট করতে না পারে সেজন্যে তারা চোখে একটি মাস্কও পরেছিল।

তাদেরকে ঘুমাতে পাঁচ মিনিট সময় দেয় আয়োজনকারীরা। তারপর বিচার করা হয় কার ঘুম সবচে গভীর ছিলো।
এজন্যে বেশ কয়েকটি পরীক্ষার চালিয়ে অংশগ্রহণকারীদের নম্বর দেওয়া হয়। যেমন তাদের মুখের ওপর ফু দেয়া এবং কৌতুক পড়ে শোনানো।

আয়োজনকারীরা বলছেন, ঘুমের এই প্রতিযোগিতা আয়োজনের পেছনে উদ্দেশ্য ছিল পরীক্ষার পর মন ও শরীর শান্ত করতে পরীক্ষার্থীরা যাতে ক্লাবে না গিয়ে নিদ্রা যায়। এছাড়াও ছিল পরীক্ষার চাপের কারণে তারা যে নির্ঘুম রাত কাটায় এবিষয়েও ছাত্রছাত্রীদেরকে সচেতন করার চেষ্টা।

সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১৩ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের প্রত্যেক দশজনের তিনজন ছয় ঘণ্টারও কম ঘুমাচ্ছে। এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে চকোলেট, এনার্জি ড্রিঙ্কস এবং অল্প কিছু নগদ অর্থ দেওয়া হয়েছে।
তবে তৃতীয় স্থান দখলকারী ছাত্রটিই সবচে উপযুক্ত পুরস্কার বাড়িতে নিয়ে গেছে – বালিশ। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে