রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৫:৫৬

বিচ্ছেদ হয়ে গলে বাঘ-ছাগলের

বিচ্ছেদ হয়ে গলে বাঘ-ছাগলের

এক্সক্লুসিভ ডেস্ক : বাঘে–ছাগলে বন্ধুত্ব বেশিদিন টিকল না। রাশিয়ার প্রাইমোরস্কি সাফারি পার্কের সাইবেরিয় বাঘ আমুর আর পাহাড়ি ছাগল টিমুরকে শেষ পর্যন্ত আলাদা করে দিতেই হল। দোষ অবশ্য রগচটা ছাগল টিমুরেরই। শিং দিয়ে খুঁচিয়ে, গুঁতিয়ে, জোড়া পায়ের লাথি মেরে এতরকমভাবে সে উত্ত্যক্ত করছিল যে বাঘ আমুরের আর সহ্য হয়নি।

ঘাড় কামড়ে ধরে এক ঝটকায় দূরে ছুঁড়ে ফেলেছিল টিমুরকে। তার পরেই দুজনকে আলাদা খাঁচায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। গত নভেম্বরে বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে গিয়েছিল বাঘ আর ছাগলের এই গলাগলি। যদিও আমুরের খাঁচায় টিমুরকে ঢোকানো হয়েছিল খাবার হিসেবেই। রোজ একটা জ্যান্ত ছাগলকে ছেড়ে দেওয়া হতো আমুরের সামনে। কিন্তু বাঘ দেখে ছাগল সহজাত প্রবৃত্তি থেকে যেরকম ভয় পায়, সেই স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়নি টিমুরের মধ্যে।

উল্টে সে শিং উঁচিয়ে তেড়ে গিয়েছিল আমুরের দিকে। আর আমুরও কোনও অজ্ঞাত কারণে সহ্য করে গিয়েছিল সেই বেয়াদবি। যদিও প্রাণি বিশেষজ্ঞরা তখনই বলেছিলেন, খাদ্য আর খাদকের মধ্যে বন্ধুত্ব হয় না। হলেও বেশিদিন টেকে না। টিমুরের লাগাতার মাস্তানিতে বিরক্ত হয়ে আমুর মেজাজ হারাবার পরেই তাই অসম বন্ধুত্বে দাঁড়ি টানা হল।

এর মধ্যে রাশিয়ার এক আইনজীবী আবার দেশের প্রসিকিউটর জেনারেলকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, সমলিঙ্গের দুই প্রজাতির প্রাণীর বন্ধুত্ব নিয়ে মিডিয়ার মাতামাতি রাশিয়ার সমকামিতা প্রচার বিরোধী আইনকে লঙ্ঘন করছে!

৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে